শুরু হল দেশের শীর্ষ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির মহাযুদ্ধ। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ-ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে সূচনা হয় তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই বাছাই প্রক্রিয়ার।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১:৩০টা পর্যন্ত ভর্তি জালিয়াতি বা প্রশ্নপত্র ফাঁসের কোনো অভিযোগ ছাড়াই এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাহিরের একটি কেন্দ্রসহ মোট ৫৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘গ’ ইউনিটে ১২৫০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২৯,০৫৮জন। পরীক্ষার সময়সীমা বৃদ্ধির সাথে সাথে এবারই প্রথম এমসিকিউ পরীক্ষার সাথে লিখিত পরীক্ষা দিতে হচ্ছে শিক্ষার্থীদের।
সকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ব্যবসায় শিক্ষা অনুষদের দু’টি কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম পরীক্ষা, প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী এবং সহকারী প্রক্টরবৃন্দ।
পরিদর্শন শেষে উপাচার্য সাংবাদিকদের বলেন, এবারে একটি সংস্কারসহ নতুন নিয়মে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরাও সন্তোষ প্রকাশ করেছে। আমি মনে করি, এটি বিশ্ববিদ্যালয় ও জাতির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।
পরীক্ষায় কোনো অনিয়ম ও জালিয়াতির অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন,পরীক্ষা সুুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোনো অনাকাঙ্খিত ঘটনার খবর পাওয়া যায়নি। তিনি সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের জালিয়াতদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন