ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদালয় গণযোগাযোগ ও সাংবাদিকা বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসি মিলনায়তনে এই মিলনমেলায় অংশ নেয় বিভাগের শিক্ষক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও এসোসিয়েশনের প্রায় দুই শতাধিক সদস্য। বিভাগের সাবেক, বন্ধু আর সতীর্থদের আগাগোনায় প্রাণের মেলা বসে শত স্মৃতি বিজরিত টিএসসির প্রাঙ্গনে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমরা হয়তো বিভিন্ন পেশায় আছি, কিন্তু আমরা যে বিষয়ে পড়ালেখা করেছি, সেটি হলো সাংবাদিকতা, গণযোগাযোগ, মানুষের সাথে যোগাযোগ। মানুষের সাথে যোগাযোগ তখনই কার্যকর হয়, যখন আমি নিজেকে অনেক উদার মানসিকতার মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো। সাংবাদিকতা পড়ুয়া শিক্ষার্থীদের কাছ থেকে সংকীর্ণতা কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম মোজাম্মেল হক। বিভাগের সাবেক এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘আমি যতদিন বেঁচে থাকবো, এই বিশ্ববিদ্যালয়ের স্মৃতি, এই বিভাগের স্মৃতি আমাকে তাড়া করে বেড়াবে। এই বিভাগের প্রয়োজন সব সময় আছে এবং থাকবে।’
সাংবাদিকতা নতুন বাস্তবতার সামনে দাড়িয়ে মন্তব্য করে সারাবাংলা ডটনেট ও জিটিভির এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, আমরা যারা পুরানো পণ্য হিসেবে আছি তাদের এটা মোকাবেলা করতে হচ্ছে। আমি সাংবাদিকতা পেশায় এসে দেখেছি যে আমার নিজের জন্য এটি একটি লড়াই। এ লড়াই নিজের সাথে, আমরা যে সমাজের বাস করি সেই সমাজের সাথে।’
অনুষ্ঠানে সাংবাদিকতা অ্যালামনাই এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান, বিভাগের প্রাক্তন অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী, এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শেখ আব্দুস সালাম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন এবং সাবেক সচিব আবু আলম মো. শহীদ খানসহ অ্যালামনাই সদস্যরা তাদের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি চারণ করেন।
সাংবাদিকতা অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি স্বপন কুমার দাসের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা চৌধুরী। পরে টিএসসি মিলনায়তনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভাগের শিক্ষার্থীরা তাদের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ