গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি ক্যাম্পাস এখন মিছিল আর শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে। সকাল থেকে ক্যাম্পাসে বিভিন্ন হল থেকে এবং হলের বাইরে থেকে শিক্ষার্থীদের একের পর এক মিছিল ক্যাম্পাসে আসে। তারা ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের এক দফা দাবিতে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে যোগ দেয়। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ভিসি ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবীতে প্রেস ব্রিফিং করেছে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করা হয়। সেখানে ভিসির পদত্যাগসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির ১৪ টি দাবি উল্লেখ করা হয়।
আন্দোলনের ৬ষ্ট দিনেও বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উপর হামলায় ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোন মামলা দায়ের না করায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিন-রাত ভিসি’র বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও নারী কেলেঙ্কালী নিয়ে শ্লোগানের পর শ্লোগান চলছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা ভিসির নানা অনিয়ম, দুর্নীতি নারী কেলেঙ্কারী লেখা বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করে। আন্দোলনের মুখে শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ ব্যর্থ হয়েছে।
এদিকে, গত শনিবার ক্যাম্পাসের বাইরে বিভিন্ন স্থানে বহিরাগতদের হামলায় ২০ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার পর শিক্ষার্থীরা আবোরো হামলার আশংকা করছেন। এ ঘটনায় সহকারি প্রক্টর মোঃ হুমায়ূন কবির শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় পদত্যাগ করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও এ ঘটনায় কোন মামলা করেনি। এ ঘটনায় ভিসি নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন এবং ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। ক্যাম্পাস উত্তাল থাকায় ক্যাম্পাসের মেইন গেট ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ডেইলি সান পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কার ও আন্দোলনের মুখে বহিষ্কারাদেশ তুলে নিলেও ভিসির পদত্যাগের দাবিতে বিরতিহীন অন্দোলন করছে শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে গত শনিবার বহিরাগতদের হামলায় ২০ শিক্ষার্থী আহত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন/বাজিত হোসেন