মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত (প্রভাষক) শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হেকেপ প্রকল্পের অধীনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে এ কর্মশালা পরিচালিত হচ্ছে। শিক্ষাদান ও শিক্ষা গ্রহণ বিষয়ে ২৬ ও ২৭ সেপ্টেম্বর ২ দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হবে।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দিচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জিটিআই-এর প্রফেসর ড. মো. মোজাহার আলী। কর্মশালায় সভাপতিত্ব করছেন মাভাবিপ্রবি আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রোকেয়া বেগম ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল নাসির। কর্মশালার সঞ্চালনা করছেন ইনিস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এ.কে.এম মহিউদ্দিন।
কর্মশালায় বক্তাগণ বলেন, বাংলাদেশে বিসিএসসহ বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের পেশাগত দক্ষতা অর্জনের জন্য ট্রেনিং ইনিস্টিটিউট ও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। অথচ বিশ্ববিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য কোন ব্যবস্থা নেই। বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করা শিক্ষার্থী কোন অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ছাড়াই শিক্ষকতা পেশায় যোগদান করছে। মেধাবীরাই শিক্ষক হলেও ভালমানের শিক্ষক হওয়ার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। এজন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ট্রেনিং ইনস্টিটিউট খোলার ব্যপারে সুদৃষ্টি কামনা করেন।
বিডি প্রতিদিন/ফারজানা