বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খুলনায় মিছিল ও সমাবেশ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ছাত্রলীগ।
আজ শুক্রবার কুয়েট ক্যাম্পাসে বঙ্গবন্ধু স্কয়ারে ছাত্রলীগের সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য এসএম কামাল হোসেন।
তিনি বলেন, শেখ হাসিনা ফিরেছিলেন বলেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। ২০৪১ সালের উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বাবার স্বপ্ন পূরণে কাজ করছেন প্রধানমন্ত্রী।
সমাবেশে আরও বক্তব্য রাখেন কুয়েট ছাত্রলীগের সভাপতি রুদ্রনীল সিংহ ও সাধারণ সম্পাদক একেএম নিবিড় রেজা। পরে সমাবেশস্থল থেকে একটি মিছিল শুরু হয়ে ফুলবাড়িগেটে এসে শেষ হয়।
বিডি প্রতিদিন/নাজমুল