রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। শুক্রবার দিবসটি উপলক্ষে সিনেট ভবনে আলোচনা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক এবং মূখ্য আলোচক ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক এস এম এক্রাম উল্যাহ।
সভায় মূখ্য আলোচক বলেন, ৯৮১ সালের ১৭মে দেশ রক্ষা এবং মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে তার স্বদেশ প্রত্যাবর্তন মাইলফলক। দেশে ফিরেই তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার শক্তিশালী মশাল হাতে এগিয়ে চলেন। সেজন্য তিনি বহু লড়াই ও সংগ্রাম করে চলেছেন। বঙ্গবন্ধু যেমন দেশের মানুষের মুক্তির জন্য নিজেকে উৎসর্গ করে গেছেন তেমনই বঙ্গবন্ধুকন্যা দেশের মানুষের ভাত ও ভোটের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে চলেছেন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসানের সঞ্চালনায় সভায় সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডেসহ শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল