রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হেনা মো. মোস্তফা কামালের বিরুদ্ধে এক শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। রবিবার এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিত অভিযোগ করেছেন আরবী বিভাগের শিক্ষার্থী রেজওয়ান গাজী মহারাজ।
অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার সকালে সনদ তোলার জন্য যান মহারাজ ও তার সহপাঠী মারুফ হাসান। তবে কাগজ সঙ্কটের কারণে সনদ প্রস্তুত হয়নি বলে তাকে জানান এক অফিস সহকারী। কবে নাগাদ সনদ পাওয়া যাবে জানতে চাইলে মহারাজকে দায়িত্বরত কর্মকর্তা আবু হেনা মো. মোস্তফা কামালের নিকট যেতে বলেন তিনি। তখন ওই কর্মকর্তার কাছে সনদপ্রাপ্তির বিষয়ে জানতে চাইলে ক্ষুব্ধ হন এবং একপর্যায়ে চেয়ার থেকে উঠে মারতে উদ্যত হন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের ব্যাপারে কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ‘এক ছাত্র সকালে সনদ উত্তলনের জন্য এসেছিলেন। তখন সেটা প্রস্তুত হয়নি। তাকে লাঞ্চের পরে (মধ্যাহ্নভোজ) আসতে বলা হয়েছে। কিন্তু সে কথা না শোনে বারবার জানতে চাচ্ছে, সনদ কখন পাব। যখন এমন ঘটনা ঘটছিল, তখন একপর্যায়ে উভয়ের মধ্যে উচ্চবাচ্য হয়। কিন্তু তাকে মারতে যাওয়ার অভিযোগ সঠিক নয়।’
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সনদ শাখায় ভোগান্তি নতুন কিছু নয়। বিশেষ প্রয়োজনের কথা বললেও লাঞ্চের পরে আসতে বলেন। এমনকি নির্দিষ্ট সময়ে গেলেও অনেক সময় সনদ পেতে ভোগান্তি সহ্য করতে হয়। তাছাড়া কর্মকর্তা ও কর্মচারীদের আচরণও যথেষ্ট অশোভন। অবিলম্বে এই ভোগান্তি নিরসনের দাবি জানান তারা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আশরাফুল ইসলাম বলেন, ‘একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। তাছাড়া শিক্ষার্থীরা যাতে ভোগান্তিতে না পড়ে সে বিষয়ে নজর দিচ্ছি। আশা করি আগামীতে ভোগান্তি থাকবে না।’
বিডি প্রতিদিন/এমআই