২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বগুড়া জেলার বিভিন্ন কলেজ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। প্রতিষ্ঠানের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুলের সভাপতিত্বে ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক খালিদ হাসানের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন উপপরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মো. জাহেদুল আলম।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান এবং টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম। আরও বক্তব্য রাখেন বিওটির উপদেষ্টা ও ইমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সাবেক ডিন ও ইন্টারন্যাশনাল ইসলামি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ’র উপাচার্য প্রফেসর ড. খাজা জাকারিয়া আহমদ চিশতী।
এসময় উপস্থিত ছিলেন পুন্ড্র ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. আতর আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মহিউদ্দিন মোল্লা, টিএমএসএস পরামর্শক কৃষিবিদ আসাদুর রহমান, টিএমএসএস’র আজীবন সদস্য অ্যাডভোকেট মালেকা পারভিন, ড. এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির অধ্যক্ষ আব্দুল হান্নান, বিওটি সমন্বয়ক মো. খোরশেদ আলম, পরিচালক (অর্থ) আবু জাহিদ মো. জগলুল পাশা, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) মো. নাজমুল হক। এ ছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক, কলেজসমূহের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এমআই