নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত স্যানিটেশন নিশ্চিতের লক্ষে আজ থেকে শুরু হয়েছে 'জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৮'। আজ বিকেলে রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে এই মাসের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব রোকসানা কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এদোয়ার্ড বেইবেডার ও ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মো. খাইরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান। ‘টেকসই উন্নয়ন লক্ষমাত্রা ও স্যানিটেশন’ বিষয়ক অগ্রগতি ও পরিকল্পনা উপস্থাপনা করেন স্যানিটেশন সেক্রিটারেয়েটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ গোলাম মোক্তাদির।
এবারের জাতীয় স্যানিটেশন মাসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘টেকসই উন্নয়ন ও স্বাস্থসম্মত স্যানিটেশন’। এই স্লোগানকে সামনে নিয়ে সারাদেশে মাসব্যাপী সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শতভাগ স্বাস্থসম্মত স্যানিটেশন অর্জনের লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। পুরো অক্টোবর মাস জুড়ে চলবে এর কার্যক্রম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব জাফর খান বলেন, বাংলাদেশ উম্মুুক্ত স্থানে মলত্যাগের হার প্রায় শূণ্য শতাংশে নামিয়ে এনেছে। এ অভাবনীয় সাফল্য অন্যান্য উন্নয়নশীল দেশসমূহ দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করেছে। শতভাগ স্বাস্থ সম্মত স্যানিটেশন অর্জনের মাধ্যমে আমাদের এ সফলতাকে টেকসই করতে হবে।
তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে সকলের জন্য নিরাপদ পানি ও স্বাস্থসম্মত স্যানিটেশন লক্ষমাত্রা পূরণে সরকার বদ্ধপরিকর। দেশব্যাপী স্যানিটেশন কার্যক্রমকে বেগবান করতে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্যানিটেশন টাস্কফোর্স গঠন করে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০০৩ সাল থেকে স্থানীয় সরকার বিভাগ অক্টোবর মাসকে জাতীয় স্যানিটেশন মাস হিসেবে পালন করে আসছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার