আর মাত্র ২৫ দিন পরেই ব্রাজিলে শুরু হচ্ছে বিশ্বকাপ। কিন্তু এরই মধ্যে আতঙ্কিত হওয়ার মতো তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। ব্রাজিলের তিন শহর- ফোরতালেজা, নাতাল এবং রেসিফে নাকি ডেঙ্গুজ্বরের ঝুঁকি রয়েছে। বিজ্ঞানীরা এক গবেষণায় জানতে পেরেছেন সাংবাদিক ও পর্যটকরা সাবধান না হলে যে কেউ যেকোনো সময় ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন। ব্রাজিলে এমনই ডেঙ্গুঝুঁকি রয়েছে। তবে বিশ্বকাপের ১২ ভেন্যুকে ডেঙ্গুর আশঙ্কামুক্ত রাখার ব্যাপারে সতর্ক রয়েছে ব্রাজিল। উত্তরাঞ্চলীয় ওই তিনটি শহরে মাত্রা কিছুটা বেশি হওয়ায় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে প্রভাব যাতে আরও বাড়তে না পারে সেজন্য এখনই সতর্ক অবস্থান নেওয়ার জন্য সংশ্লিষ্টদের সাবধান করে দেওয়া হয়েছে ওই গবেষণা পত্রটিতে।
যে সব এলাকায় বৃষ্টি বেশি হয় সেখানে ডেঙ্গুজ্বরের রোগবাহী মশার সংক্রমণ বেশি হয়। তাই গবেষকরা টুর্নামেন্টের ১২টি স্বাগতিক শহরের ওপর জরিপ চালায়। তাদের সেই গবেষণায় বিশ্বকাপ চলাকালে ডেঙ্গুজ্বরের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার মত আশঙ্কা করা হয়েছে। ডেঙ্গুর জীবাণুবাহী একটি মশা কামড় দিলে ৭ থেকে ১৪ দিনের মধ্যে তার থেকে জ্বরের প্রভাব দেখা দেয়। আর সেই মশা যদি অন্য কোনো মানুষকে কামড়ায় তবে তার শরীরেও এই রোগের জীবাণু ছড়িয়ে পড়ে। গবেষণায় বলা হয়েছে ব্রাসিলিয়া, কিউরিটিবা, পোর্তো আলেগ্রে এবং সাও পাওলোতে জুন মাসে এই ঝুঁকি কিছুটা কম থাকবে। রিও ডি জেনেইরো, বেলো হরাইজোন্টে, সালভাদোর এবং মানাওসে এই ঝুঁকি মাঝামাঝিতে থাকবে।