স্প্যানিশ জায়ান্ট বার্সালোনার কাছে উয়েফা সুপার কাপের শিরোপা হারের পর ওই দলের আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন পরাজিত দল সেভিয়ার তারকা লেফট উইঙ্গার ভিতোলো। মেসি সম্পর্কে তিনি বলেছেন, মেসি কেন সর্বকালের সেরা খেলোয়াড় এই ম্যাচে সে তার প্রমাণ দিয়েছে।
মঙ্গলবার উয়েফা সুপার কাপের ফাইনালে মাত্র তিন মিনিটেই এভার বানেগার গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। তবে এরপরই মেসি তার জাদুকরি নৈপূণ্য নিয়ে হাজির হন। মাত্র আট মিনিটের ব্যবধানে ফ্রি-কি থেকে দু’দুটি চোখ-ধাঁধানো গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন সুপারস্টার।
এরপর সেভিয়া দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে স্কোর ৪-৪ সমতায় আনে। তবে শেষ রক্ষা হয়নি। অতিরিক্ত সময়ে শেষ মুহুর্তে মেসির ফ্রি-কিক থেকে গোল করে বার্সেলোনাকে শিরোপা জয়ের আনন্দে ভাসান পেদ্রো।
সেভিয়ার উইঙ্গার ভিতোলো তার দলের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেন। তবে তিনি জানান, তবে দুর্দান্ত ফর্মে থাকা মেসিকে আটকানো অসাধ্য ছিল।
স্প্যানিশ তারকা ভিতোলো বলেন, ‘মেসি সর্বকালের সেরা খেলোয়াড়। আর আজ তো সে দুর্দান্ত নৈপূণ্য দিয়ে মাঠে ঝড় তুলেছে। সে প্রমাণ করেছে কেন সে বিশ্বসেরা।’
হেরে গেলেও নিজের দলকে দশে দশ দিচ্ছেন সেভিয়া উইঙ্গার, ‘আমাদের দল নিজেদের সেরাটা নিংড়ে দিয়েছে। দল দশে দশ পাওয়ার মতো পারফর্ম করেছে। আমরা বেশ চাপে পড়ে গিয়েছিলাম। বার্সেলোনার বিপক্ষে ৪-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পর সেখান থেকে সমতায় ফেরানো সহজ ছিল না। কিন্তু আমাদের খেলোয়াড়রা তা করে দেখিয়েছে।
বিডি-প্রতিদিন/১২ আগস্ট, ২০১৫/মাহবুব