গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সফরকারী ভারত ও শ্রীলংকার মধ্যকার প্রথম টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিকরা বেশ বেহাল অবস্থায় পড়েছে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তের প্রতি সুুবিচার দেখাতে পারেনি লংকানরা। কারণ ৬৫ রান তুলতেই তারা ৫টি উইকেট হারিয়ে ফেলেছিল। সাঙ্গাকারা, লাহিরু, কুশাল ও দিমুথের মতো শীর্ষ সারির ব্যাটসম্যানদের কেউই তেমন রানের দেখা পাননি। সাঙ্গাকারা ৫ রান, কুশাল ৫ রান, লাহিরু ১৩ রান ও দিমুথ মাত্র ৯ রান করেছেন। তবে শ্রীলংকাকে প্রাথমিক বিপর্যয় থেকে টেনে তুলেছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমাল। ম্যাথুস ৬৪ রান করেন। আর চান্দিমাল ৫৮ রান করে অপরাজিত আছেন। শেষ খবর পর্যন্ত প্রথম দিনের ৪৬ ওভার খেলা শেষে শ্রীলংকা ৭ উইকেটে হারিয়ে ১৬১ রান সংগ্রহ করেছে। ভারতের হয়ে রবিচন্দ্রন অশ্বিন একাই নিয়েছেন ৫টি উইকেট। আর ইশান্ত শর্মা ও অ্যারন ১টি করে উইকেট নিয়েছেন।
উল্লেখ্য, ভারত ও শ্রীলংকা মোট ৩টি টেস্ট ম্যাচ খেলবে। কুমার সাঙ্গাকারা দ্বিতীয় টেস্ট খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন। ২০ অাগস্ট থেকে শুরু হবে এই টেস্ট। তাই গল টেস্ট হচ্ছে তারা দ্বিতীয় সর্বশেষ টেস্ট ম্যাচ। টেস্ট ক্রিকেটের বিদায় বেলায় অাজ প্রথম ইনিংসে ভালো খেলতে পারেননি তিনি।
বিডি-প্রতিদিন/১২ আগস্ট ২০১৫/শরীফ