গল টেস্টে নিজেদেন প্রথম ইনিংসে ১৮৩ রানেই অলআউট হয়ে গেছে স্বাগতিক শ্রীলংকা। ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের চমৎকার বোলিং নৈপুণ্যে শ্রীলংকার এ হাল হয়। অশ্বিন ৪৬ রান দিয়ে শ্রীলংকার ৬টি উইকেট নিয়েছেন। দেশের বাইরে কোনো ভারতীয় স্পিনার কর্তৃক প্রতিপক্ষের প্রথম ইনিংসের সবচেয়ে বেশিসংখ্যক উইকেট প্রাপ্তির ঘটনা এটিই প্রথম।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে শ্রীলংকা। ৬৫ রান তুলতেই তারা ৫টি উইকেট হারিয়ে ফেলেছিল। সাঙ্গাকারা, লাহিরু, কুশাল ও দিমুথের মতো শীর্ষ সারির ব্যাটসম্যানদের কেউই তেমন রানের দেখা পাননি। সাঙ্গাকারা ৫ রান, কুশাল ৫ রান, লাহিরু ১৩ রান ও দিমুথ মাত্র ৯ রান করেছেন। তবে শ্রীলংকাকে প্রাথমিক বিপর্যয় থেকে কিছুটা হলেও টেনে তুলেছিলেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমাল। অাউট হওয়ার আগে ম্যাথুস দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন। আর চান্দিমাল ৫৯ রান করেন। ভারতের হয়ে রবিচন্দ্রন অশ্বিন ছাড়া অমিত মিশ্র ২টি উইকেট, ইশান্ত শর্মা ও অ্যারন ১টি করে উইকেট নিয়েছেন।
উল্লেখ্য, ভারত ও শ্রীলংকা মোট ৩টি টেস্ট ম্যাচ খেলবে। কুমার সাঙ্গাকারা দ্বিতীয় টেস্ট খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন। ২০ অাগস্ট থেকে শুরু হবে এই টেস্ট। তাই গল টেস্ট হচ্ছে তারা দ্বিতীয় সর্বশেষ টেস্ট ম্যাচ। টেস্ট ক্রিকেটের বিদায় বেলায় অাজ প্রথম ইনিংসে ভালো খেলতে পারেননি তিনি।
বিডি-প্রতিদিন/১২ আগস্ট ২০১৫/শরীফ