পেশদার ফুটবল লিগে আগেই শিরোপা নিশ্চিত করেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ১৯ ম্যাচে এখন তাদের সংগ্রহ ৪৮ পয়েন্ট। ২০ আগস্ট ঢাকা আবাহনীর বিপক্ষে তাদের শেষ ম্যাচ। হারলেও তাদের কোনো যায় আসবে না। এনিয়ে শেখ জামাল তৃতীয়বারের মতো লিগ চ্যাম্পিয়ন হলো। সামনের মৌসুমে হ্রাটট্রিক শিরোপা জেতার সুযেগ রয়েছে তাদের সামনে। গতবার লিগ জেতায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হিসাবে শেখ জামাল এএফসি কাপ বাছাইপর্বে খেলার সুযেগ পেয়েছে। কিরগিজস্থানে তারা স্বাগতিক চ্যাম্পিয়ন আলগাও ম্যাকাও চ্যাম্পিয়ন বেনফিকা কলাবের বিপক্ষে লড়বে। আজ বেনফিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ চ্যাম্পিয়ন শেখ জামাল। বেনফিকা উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে হার মানে কিরগিজস্তান চ্যাম্পিয়ন আলগার কাছে। জাতীয় দলের সাবেক মাঠ কাঁপানো ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু শেখ জামালের দল নেতা হিসাবে কিরগিজস্তান গেছেন। ঢাকা ছাড়ার আগে দৃঢ়ভাবে বলে যান, তার দলের একটাই লক্ষ্য পরবর্তী রাউন্ড খেলা। লিগ জিতে পুরো দলই আত্দবিশ্বাসী তাই ভাল খেলার ব্যাপারে আশাবাদী তিনি।
কোচ সোফেক আকুসি বলেন, গ্রুপ পর্ব পেরুনোর সামর্থ্য জামালের রয়েছে। ছেলেরা যোগ্যতার প্রমাণ দেখাতে পারলে দুই ম্যাচই জেতা সম্ভব। নির্ভরযোগ্য তারকা মামুনুল ইসলাম বলেন, অবশ্যই আমার ফেবারিট। কিন্তু তাদর হারানোর সামর্থ্য আমাদের রয়েছে। ম্যাকাও বেনফিকা সম্পর্কে তিনি বলেন, ম্যাকাও সম্পর্কে আমাদের ধারণা নেই। তাই কার কেমন পারফরম্যান্স জানিও না। তবে কিরগিজের বিপক্ষে যা খেলা দেখলাম, তাতে ভাল খেলতে পারলে বড় ব্যবধানেও জেতা সম্ভব। ১৫ আগস্ট কিলগিজস্তান আলগার বিপক্ষে শেখ জামাল লড়বে।