গল টেস্টে দ্বিতীয় দিন শেষে মনে হচ্ছিল লঙ্কানদের পরাজয়টা যেন সময়ের ব্যাপার মাত্র। গতকাল প্রথম সেশনে সেই সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছিল। ৯৫ রানে স্বাগতিকদের ৫ উইকেট পতনের পর জোরালো সম্ভাবনা তৈরি হয়েছিল ভারতের ইনিংস ব্যবধানে জয়ের। কিন্তু রুখে দাঁড়িয়েছেন দীনেশ চান্দিমাল। হার না মানা ১৬২ রানের অসাধারণ এক ইনিংস খেলে উল্টো ভারতকে টার্গেট দিয়েছেন ১৭৬ রানের। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয়েছে ৩৬৭ রানে। ষষ্ঠ ইনিংসে থিরিমান্নেকে নিয়ে ১২৫ রানের জুটি গড়েন চান্দিমাল, সপ্তম উইকেটে মোবারককে নিয়ে গড়েন ৮২ রানের আরেকটি জুটি। এ দুই জুটিই দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কাকে বড় স্কোর এনে দেয়। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেছেন চান্দিমাল। ১৬৯ বলে তিনি ১৬২ রানে অপরাজিত ছিলেন। চার বিশাল ছক্কার সঙ্গে ১৯ বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। চান্দিমাল একপ্রান্ত আগলে রেখে মার কাটারি ব্যাটিং করলেও আরেক প্রান্ত দিয়ে নিয়মিত উইকেট পড়েছে। সঙ্গীর অভাবে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। ভারত শেষ বিকালে লক্ষ্য তাড়া করতে নেমে ২৩ রান করতেই এক উইকেট হারিয়েছে। জয়ের জন্য আরও ১৫৩ রান দরকার সফরকারীদের। হাতে রয়েছে ৯টি উইকেট।
এদিকে গল টেস্টে ফিল্ডিংয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় ফিল্ডার আজিঙ্কা রাহানে। এক টেস্টে সর্বোচ্চ আট ক্যাচ ধরে তিনি এই বিরল রেকর্ডের মালিক হয়েছেন। প্রথম ইনিংসে তিন ক্যাচ ও দ্বিতীয় ইনিংসে নিয়েছেন পাঁচটি। এর আগে সাতটি করে ক্যাচ নিয়ে যৌথভাবে রেকর্ডটির মালিক ছিলেন অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল, ম্যাথু হেইডেন, ভারতের যুরবিন্দ্র সিং, শ্রীলঙ্কার হাসান তিলকারত্নে ও নিউজিল্যান্ডের স্টিভেন ফ্লেমিং।
সংক্ষিপ্ত স্কোর
(তৃতীয় দিন শেষে)
শ্রীলঙ্কা : প্রথম ইনিংস- ১৮৩/১০ (৪৯.৪ ওভার) ও দ্বিতীয় ইনিংস-৩৬৭/১০ (চান্দিমাল ১৬২*, মোবারক ৪৯, থিরিমান্নে ৪৪, সাঙ্গাকারা ৪০; অশ্বিন ৪/১১৪, মিশ্র ৩/৬১)
ভারত : প্রথম ইনিংস- ৩৭৫/১০ (১১৭.৪ ওভার) ও দ্বিতীয় ইনিংস- ২৩/১ (৮ ওভার) (ধাওয়ান ১৩*, ইশান্ত ৫*; হেরাথ ১/১৩)।