সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর অনুষ্ঠিত হচ্ছে চায়ের রাজধানী সিলেটে। এর আগের দুটি আসর অনুষ্ঠিত হয়েছিল হিমালয় কন্যা নেপালে। সেই দুই আসরে খালি হাতে ফিরতে হয়েছে বাংলাদেশকে। ২০১১ সালে প্রথম আসরে ছয় দলের মধ্যে চতুর্থ আর ২০১৩ সালে দ্বিতীয় আসরে সাত দলের মধ্যে তৃতীয়, এই ছিল বাংলাদেশের সাফল্য। তবে এবার পরিস্থিতি ও প্রেক্ষাপট সবকিছুই ভিন্ন। টুর্নামেন্ট হচ্ছে বাংলাদেশে। পরিবেশ, দর্শক সব নিজেদের। সৈয়দ গোলাম জিলানীর শিষ্যরাও এবার আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে। মুখের কথায় নয়, মাঠের খেলা দিয়েই আগামীর ফুটবল তারকারা সব আকর্ষণ টেনে নিয়েছেন নিজেদের দিকে। তবে সাফল্যযাত্রায় থেমে যেতে রাজি নন শাওন-সাদ উদ্দিনরা। সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলের প্রথম শিরোপা স্বপ্নে প্রতিপক্ষকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় বাংলাদেশ। আফগানিস্তানকে ‘গুঁড়িয়ে দেওয়া’র মানসিকতা নিয়েই সেমিফাইনাল লড়াইয়ে আজ নামবে বাংলাদেশ। এদিকে সেমিফাইনালে নামার আগে গতকাল বিকালে ম্যাচ প্রিভিউয়ে ফাইনালে যাওয়ার লক্ষ্যের কথাই জানিয়েছে বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও নেপাল। লক্ষ্যহীনভাবে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ এখন শিরোপা স্বপ্নে বিভোর। আলোচিত হচ্ছে এই বিষয়টিই। তবে এটাকে ‘আচমকা সাফল্য’ বলছেন না বাংলাদেশ কোচ জিলানী। সুনির্দিষ্ট পরিকল্পনা থেকেই বাংলাদেশ কিশোররা এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে বলে তার মত। কোচ বলছেন, দেশের ৬১টি জেলা নিয়ে আয়োজিত সেইলর অনূর্ধ্ব-১৬ জাতীয় চ্যাম্পিয়নশিপই এখনকার বাংলাদেশের সাফল্যের রহস্য বলে মানছেন কোচ। ওই চ্যাম্পিয়নশিপে সারা দেশ থেকে ২০০ ফুটবলার বাছাই করা হয়েছিল। পরে বাফুফের কোচদের তত্ত্বাবধানে ট্রায়াল থেকে প্রথমে ৬০ জন, দ্বিতীয় দফায় ৪০ জন এবং সর্বশেষ ৩২ জন কিশোর ফুটবলার বাছাই করা হয়। তাদেরকে নিবিড় প্রশিক্ষণের জন্য রাখা হয় সিলেট বাফুফের ফুটবল একাডেমিতে। চলমান সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলের মূল স্কোয়াড এই ফুটবলারদের মধ্য থেকেই গড়া হয়েছে।
বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে ক্রীড়াঙ্গনে আলোচনার শেষ নেই। ছোট ছোট পাসে, মাঝমাঠে খেলা তৈরি করে আচমকা আক্রমণে প্রতিপক্ষ ডিফেন্সকে ব্যতিব্যস্ত করে তোলা আবার নিজেদের ডিফেন্সকে সুরক্ষিত রাখা- এমন কারুকার্যময় ফুটবলে প্রশংসা কুড়াচ্ছে বাংলাদেশের কিশোররা। কোচ জিলানী বলছেন, এই টুর্নামেন্টের গত দুই আসরে বাংলাদেশের ব্যর্থতার পেছনে কি কারণ ছিল, তা পূর্বসূরিদের কাছ থেকে জানার চেষ্টা করেছেন তিনি। এরপর সেই সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা চালানো হয়েছে। তবে বিশেষভাবে সিলেটের দর্শকদের ধন্যবাদ জানাচ্ছেন জিলানী, ‘খেলার প্রাণ হচ্ছে দর্শক। সিলেটের দর্শকরা যেভাবে সমর্থন জানাচ্ছেন, তাতে ছেলেরা অনেক বেশি উজ্জীবিত, অনুপ্রাণিত। যার প্রভাব তাদের খেলায় পড়ছে।’ সেমিফাইনালের প্রতিপক্ষ আফগানদের নিয়ে কোচের মূল্যায়ন হচ্ছে, ‘তারা বেশ ভালো দল। সাফ চ্যাম্পিয়নশিপে তাদের জাতীয় দল চ্যাম্পিয়ন হয়েছিল। এতেই তাদের ফুটবল শিকড় যে বেশ শক্ত, তা বুঝা যায়। আমাদেরকে সেরাটা খেলতে হবে।’ বৃষ্টি নিয়ে কোচকে দুশ্চিন্তিত মনে হলো, ‘ম্যাচে বৃষ্টি ফ্যাক্টর হয়ে ওঠতে পারে। মাঠ কর্দমাক্ত থাকলে একটু সমস্যা হবে।’ বৃষ্টির কারণে ফরমেশন নিয়েও কোচ নির্দিষ্ট কিছু চিন্তা করেননি। বৃষ্টি হলে এক, না হলে আরেক কৌশলে খেলার ছক কষছেন কোচ জিলানী। এদিকে সংবাদ সম্মেলনে এসে জয়ের কথা বলে গেছেন আফগান কোচ ঈসা জাহিদ।
শিরোনাম
- কেরানীগঞ্জে দখলবাজিতে বাড়ছিল বিপুরাজ্য
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ মে)
- হায়দরাবাদের বিপক্ষে দাপুটে জয় গুজরাটের
- জেফারের নতুন গান ‘তীর’
- রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৭
- রেললাইনে ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তরুণ আলোকচিত্রীর মৃত্যু
- একটি অবিশ্বাস: সারা জীবনের কান্না
- যাত্রীদের কষ্ট বিবেচনায় বিমানের প্রস্তাব নাকচ খালেদা জিয়ার
- সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু ১৪ মে
- টেন্ডুলকারকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন সুদর্শান
- ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ’
- রাজধানীতে বিএনপির পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান
- সীমান্তে ছবি তুলতে যাওয়া মামা-ভাগিনাকে ধরে নিয়ে গেছে বিএসএফ
- বাড়ির নিচে ছিল ব্যক্তিগত ‘বন্দিশালা’, মুক্ত হলেন নারীসহ দুজন
- জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা
- রাজনীতিকে মানুষের কল্যাণে নিবেদিত করাই হবে প্রধান লক্ষ্য : মাসুদ সাঈদী
- রোহিঙ্গা নারীকে জন্মসনদ, কুমিল্লায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
- ‘বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়াতে তরুণদের প্রস্তাবনাকে গুরুত্ব দিবে বিএনপি’
- চাঁবিপ্রবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ব্রাহ্মণবাড়িয়ায় বক্ষব্যাধি ক্লিনিকের ৫৮ শতক সরকারি জমি উদ্ধার
ফাইনালে ওঠার লড়াই
বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি আজ
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে হাজারের বেশি মাদ্রাসা বন্ধ ঘোষণা
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতের সঙ্গে উত্তেজনায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুদের নির্দেশ
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পশ্চিমবঙ্গে পাকিস্তানি পতাকা নিয়ে অশান্তির ছক, দুই ‘বিজেপি কর্মী’ গ্রেফতার
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম