সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর অনুষ্ঠিত হচ্ছে চায়ের রাজধানী সিলেটে। এর আগের দুটি আসর অনুষ্ঠিত হয়েছিল হিমালয় কন্যা নেপালে। সেই দুই আসরে খালি হাতে ফিরতে হয়েছে বাংলাদেশকে। ২০১১ সালে প্রথম আসরে ছয় দলের মধ্যে চতুর্থ আর ২০১৩ সালে দ্বিতীয় আসরে সাত দলের মধ্যে তৃতীয়, এই ছিল বাংলাদেশের সাফল্য। তবে এবার পরিস্থিতি ও প্রেক্ষাপট সবকিছুই ভিন্ন। টুর্নামেন্ট হচ্ছে বাংলাদেশে। পরিবেশ, দর্শক সব নিজেদের। সৈয়দ গোলাম জিলানীর শিষ্যরাও এবার আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে। মুখের কথায় নয়, মাঠের খেলা দিয়েই আগামীর ফুটবল তারকারা সব আকর্ষণ টেনে নিয়েছেন নিজেদের দিকে। তবে সাফল্যযাত্রায় থেমে যেতে রাজি নন শাওন-সাদ উদ্দিনরা। সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলের প্রথম শিরোপা স্বপ্নে প্রতিপক্ষকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় বাংলাদেশ। আফগানিস্তানকে ‘গুঁড়িয়ে দেওয়া’র মানসিকতা নিয়েই সেমিফাইনাল লড়াইয়ে আজ নামবে বাংলাদেশ। এদিকে সেমিফাইনালে নামার আগে গতকাল বিকালে ম্যাচ প্রিভিউয়ে ফাইনালে যাওয়ার লক্ষ্যের কথাই জানিয়েছে বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও নেপাল। লক্ষ্যহীনভাবে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ এখন শিরোপা স্বপ্নে বিভোর। আলোচিত হচ্ছে এই বিষয়টিই। তবে এটাকে ‘আচমকা সাফল্য’ বলছেন না বাংলাদেশ কোচ জিলানী। সুনির্দিষ্ট পরিকল্পনা থেকেই বাংলাদেশ কিশোররা এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে বলে তার মত। কোচ বলছেন, দেশের ৬১টি জেলা নিয়ে আয়োজিত সেইলর অনূর্ধ্ব-১৬ জাতীয় চ্যাম্পিয়নশিপই এখনকার বাংলাদেশের সাফল্যের রহস্য বলে মানছেন কোচ। ওই চ্যাম্পিয়নশিপে সারা দেশ থেকে ২০০ ফুটবলার বাছাই করা হয়েছিল। পরে বাফুফের কোচদের তত্ত্বাবধানে ট্রায়াল থেকে প্রথমে ৬০ জন, দ্বিতীয় দফায় ৪০ জন এবং সর্বশেষ ৩২ জন কিশোর ফুটবলার বাছাই করা হয়। তাদেরকে নিবিড় প্রশিক্ষণের জন্য রাখা হয় সিলেট বাফুফের ফুটবল একাডেমিতে। চলমান সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলের মূল স্কোয়াড এই ফুটবলারদের মধ্য থেকেই গড়া হয়েছে।
বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে ক্রীড়াঙ্গনে আলোচনার শেষ নেই। ছোট ছোট পাসে, মাঝমাঠে খেলা তৈরি করে আচমকা আক্রমণে প্রতিপক্ষ ডিফেন্সকে ব্যতিব্যস্ত করে তোলা আবার নিজেদের ডিফেন্সকে সুরক্ষিত রাখা- এমন কারুকার্যময় ফুটবলে প্রশংসা কুড়াচ্ছে বাংলাদেশের কিশোররা। কোচ জিলানী বলছেন, এই টুর্নামেন্টের গত দুই আসরে বাংলাদেশের ব্যর্থতার পেছনে কি কারণ ছিল, তা পূর্বসূরিদের কাছ থেকে জানার চেষ্টা করেছেন তিনি। এরপর সেই সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা চালানো হয়েছে। তবে বিশেষভাবে সিলেটের দর্শকদের ধন্যবাদ জানাচ্ছেন জিলানী, ‘খেলার প্রাণ হচ্ছে দর্শক। সিলেটের দর্শকরা যেভাবে সমর্থন জানাচ্ছেন, তাতে ছেলেরা অনেক বেশি উজ্জীবিত, অনুপ্রাণিত। যার প্রভাব তাদের খেলায় পড়ছে।’ সেমিফাইনালের প্রতিপক্ষ আফগানদের নিয়ে কোচের মূল্যায়ন হচ্ছে, ‘তারা বেশ ভালো দল। সাফ চ্যাম্পিয়নশিপে তাদের জাতীয় দল চ্যাম্পিয়ন হয়েছিল। এতেই তাদের ফুটবল শিকড় যে বেশ শক্ত, তা বুঝা যায়। আমাদেরকে সেরাটা খেলতে হবে।’ বৃষ্টি নিয়ে কোচকে দুশ্চিন্তিত মনে হলো, ‘ম্যাচে বৃষ্টি ফ্যাক্টর হয়ে ওঠতে পারে। মাঠ কর্দমাক্ত থাকলে একটু সমস্যা হবে।’ বৃষ্টির কারণে ফরমেশন নিয়েও কোচ নির্দিষ্ট কিছু চিন্তা করেননি। বৃষ্টি হলে এক, না হলে আরেক কৌশলে খেলার ছক কষছেন কোচ জিলানী। এদিকে সংবাদ সম্মেলনে এসে জয়ের কথা বলে গেছেন আফগান কোচ ঈসা জাহিদ।
শিরোনাম
- শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিশাল র্যালি, মানুষের ঢল
- বরিশালে বিএনপির সমাবেশে যাওয়ার পথে নেতার মৃত্যু, অসুস্থ ১০-১২ জন
- জাবিতে স্বৈরাচার পতন দিবস উদযাপন: আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
- সীমান্ত এলাকায় ছুরিকাঘাতে নিহত দোকানদার, আটক ১
- মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
- গণঅভ্যুত্থান দিবসে লক্ষ্মীপুরে বিএনপির বিজয় র্যালি
- কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস
- সাজেকে পাহাড়ি ঢলে সড়ক ডুবে আটকা কয়েকশ পর্যটক
- বিনিয়োগে ওয়েট অ্যান্ড সির বছর পার
- গণ-অভ্যুত্থানের অর্জনকে বিভক্ত করা হচ্ছে : সাইফুল হক
- প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেছে : সালাহউদ্দিন
- মাগুরায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- দীর্ঘ ১৭ বছর আন্দোলনের ফসল নির্বাচন : শেখ মজিবুর রহমান
- টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
- কুবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালিত
- খাগড়াছড়িতে বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ
- কাহালুতে বিজয় র্যালি ও সমাবেশে জনস্রোত
- কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের কবর জিয়ারত ও দোয়া
- পটুয়াখালীতে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মিলন
- শাবিপ্রবিতে হযরত শাহজালাল (রহ.)-এর নামে কর্নার স্থাপন
ফাইনালে ওঠার লড়াই
বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি আজ
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর