বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টি২০ ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৪ রান।
ইনিংসের গোড়াপত্তন করতে নেমে দলকে উড়ন্ত সূচনাই দিয়েছেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। দলীয় ৬১ রানে (৪.৪ ওভারে) আউট হয়েছেন সৌম্য আর ৯৪ রানে ৮ ওভারের মাথায় আউট হয়েছেন তামিম ইকবাল।
ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে কার্টেল ওভারে। প্রতি দল ১২ ওভার করে ব্যাটিংয়ের সুযোগ পাবে।
বর্তমানে বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১১ মার্চ ১৬/ সালাহ উদ্দীন