বৃষ্টি কারো জন্য আশির্বাদ, আবার কারো জন্য বয়ে আনে দুঃসংবাদ। শুক্রবার ‘নেদারল্যান্ডস বনাম ওমান’ ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হয়ে যায়। ধর্মশালায় ম্যাচের সঙ্গে বৃষ্টিতে ভেসে গেছে ডাচদের স্বপ্নও। আবার এই বৃষ্টির কারণেই বদলে গেছে ওমানের ভাগ্য। টিম টিম করে জ্বলতে থাকা আশার আলোটা প্রজ্বলিত হয়েছে। দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন দেখছে ওমান।
নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়ের পরও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট হয়েছে তিন। অন্যদিকে আইরিশদের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হয়ে যাওয়ায় বাংলাদেশের পয়েন্টও তিন। ১৩ মার্চ মুখোমুখি হবে দুই দল। বিজয়ী বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে।
গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়েছে ওমান। সংবাদ সম্মেলনে দলটির অধিনায়ক সুলতান আহমেদ বলেন, ‘আমরা বাংলাদেশ হারাবো। সে আত্মবিশ্বাস আমাদের আছে।‘
ক্রিকেট বিশ্বে ওমান এখন এক উদীয়মান ক্রিকেট শক্তি। কিছুদিন থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলছে দলটি। কয়েক মাসের ব্যবধানে তারা আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে। বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। তবে এখনো দলটি আইসিসিরি পূর্ণাঙ্গ সদস্যের বিরুদ্ধে কোনো ম্যাচ খেলেছি। সে কারণেই বাংলাদেশের বিরুদ্ধে রবিবারের ম্যাচটি তাদের ক্রিকেট ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।
এমন এক স্মরণীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিনকে অবিস্মরণীয় করে রাখতে চায় ওমান। ওমানের সাধারণ মানুষ থেকে সরকার প্রধান, সবার দৃষ্টি এখন ধর্মশালার দিকে। ক্রিকেটারদের দাপুটে পারফরম্যান্সে গোটা দেশ যেন আবেগপ্রবণ হয়ে পড়েছে। ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর বাংলাদেশের ক্রিকেটামোদীদের মধ্যে যে রোমাঞ্চ কাজ করেছিল অনেকটা একই রকম আবেগে উত্তাল এখন ওমানের অধিবাসীরা। আয়ারল্যান্ডকে হারানোর পর তাদের স্বপ্নের পরিধিটা যেন আরও বিস্তৃত হয়েছে।
এখন তাদের টার্গেট বাংলাদেশের বিরুদ্ধে আরেকটি আপসেট ঘটানো। প্রেস কনফারেন্সে ওমানের সহঅধিনায়ক আমির কালিম বলেন, ‘পুরো জাতি এখন ক্রিকেট নিয়ে আবেগ প্রবণ হয়ে পড়েছে। প্রথম ম্যাচে জয়টা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশকে হারিয়ে আমরা নতুন আরেক অধ্যায় রচনা করতে চাই।‘
শক্তির বিচারে ওমান অনেক পিছিয়ে। তাতে কি? অনিশ্চয়তার টি-২০তে কখন কি ঘটে যায় বলা কঠিন। তাই ওমানকে নিয়ে সতর্ক বাংলাদেশও। বোলিং কোচ হিথ স্টিক বলেন, ‘বাংলাদেশের জন্য এটা অনেক বড় একটা ম্যাচ। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে জয়ের বিকল্প নেই। ওমান চাইবে বাংলাদেশের বিরুদ্ধে আপসেট ঘটাতে। কিন্তু আমরা সতর্ক।‘
বিডি-প্রতিদিন/ ১২ মার্চ ১৬/ সালাহ উদ্দীন