ভারতে অনুষ্ঠেয় আসন্ন ষষ্ঠ টি-২০ বিশ্বকাপের এক প্রস্তুতি ম্যাচে ভারতকে ৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে প্রোটিয়ারা ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান তুলে। কুইন্টন ডে কক ৫৬ রান [রিটায়ার্ড হার্ট] ও জেপি ডুমিনি ৬৭ রান করেন। ভারতের হয়ে হারদিক পাণ্ডিয়া ৩টি উইকেট, মোহাম্মদ সামি ও বুমরা ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত ৩ উইকেট হারিয়ে ১৯২ রান তুলতে সক্ষম হয়। ওপেনার শিখর ধাওয়ান সর্বোচ্চ ৭৩ রান [রিটায়ার্ড হার্ট] ও সুরেশ রায়না ৪১ রান [রিটায়ার্ড হার্ট] করেন। প্রোটিয়াদের হয়ে ইমরান তাহির, কাইল অ্যাবোট ও ডেল স্টেইন ১টি করে উইকেট নেন।
উল্লেখ্য, আগামী ১৫ মার্চ থেকে দশটি দল [সুপার টেন] নিয়ে শুরু হবে টি-২০ বিশ্বকাপের মূল পর্ব।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ ২০১৬/শরীফ