ভারতে ক্রিকেট খেলতে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন পাকিস্তান জাতীয় টি-২০ দলের অধিনায়ক শহীদ আফ্রিদি ও অলরাউন্ডার শোয়েব মালিক। বরং দেশটিতে ক্রিকেট খেলাটা পৃথিবীর অন্য কোনো স্থানের চেয়ে তারা বেশি উপভোগ করেন বলে জানান। এমনকি নিজ দেশ পাকিস্তানের চেয়েও তারা ভারতে ক্রিকেট খেলতে এসে বেশি ভালোবাসা পান বলেও যোগ করেন। খবর পিটিআই'র
আইসিসির আসন্ন ষষ্ঠ টি-২০ বিশ্বকাপে অংশ নিতে গতকাল রাতে ভারতে পৌঁছায় পাকিস্তান ক্রিকেট দল। নিরাপত্তা ইস্যুতে ভারতের কাছ থেকে মৌখিক নিশ্চয়তা পাওয়ার পরই গত পরশু পাকিস্তান সরকার তাদের দলকে টুর্নামেন্টে অংশ নিতে দেশটি ভ্রমণের ক্ষেত্রে সবুজ সংকেত দেয়। নিরাপত্তা ইস্যুতে কয়েকদিন বিলম্ব হলেও অবশেষে তারা দেশটিতে পৌঁছায়।
কলকাতার নেতাজি সুভাস চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই গতকাল উষ্ণ অভ্যর্থনা পায় পাকিস্তানি ক্রিকেটাররা। এরপর আজ নিরাপত্তা ইস্যুতে কথা বলেন আফ্রিদি ও শোয়েব মালিক। এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, 'আমি ভারতে ক্রিকেট খেলে যতটা উপভোগ করি তা অন্য কোথাও করি না। আমি আমার ক্যারিয়ারের শেষ ধাপে রয়েছি এবং আমি বলতে পারি যে ভারতে আমি যে ভালোবাসা পাই তা হচ্ছে এমন কিছু যা আমি সবসময় স্মরণ রাখবো। আমরা পাকিস্তান থেকেও এতটা ভালোবাসা পাইনি।'
তিনি আরো বলেন, 'ভারতে ক্রিকেটপাগল জনগণ রয়েছে যা অনেকটা পাকিস্তানের মতোই। আমার ক্রিকেট ক্যারিয়ারে ভারতে খেলে আমি অনেক উপভোগ করেছি।'
অলরাউন্ডার শোয়েব মালিকও আফ্রিদির সুরেই কথা বলেছেন। ভারতে এসে সম্মানিত বোধ করছেন বলেও জানান তিনি। মালিকের ভাষায়, 'প্রথমত আমি ভারত সরকারকে ধন্যবাদ দিতে চাই। গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ভালো। আমার স্ত্রী ভারতীয়। সে সুবাদে আমি প্রায়ই ভারতে আসি। আমি কখনোই কোনো নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হইনি।'
উল্লেখ্য, আগামী ১৯ মার্চ ভারতের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ ২০১৬/শরীফ