টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে ধর্মশালায় ওমানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ওমান অধিনায়ক। স্থানীয় সময় রাত সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হয়েছে। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নেমেছেন তামিম ও সৌম্য।
ধর্মশালার আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে, রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ফিফটি-ফিফটি! বিকাল থেকে আকাশ বৃষ্টি ঝরালেও এখন অবশ্য বৃষ্টি নেই। তবে আকাশ মেঘাচ্ছন্ন। এদিকে তাপমাত্রা নেমে শীত জেকে বসেছে ধর্মশালায়।
ওমানের বিরুদ্ধে এই ম্যাচে যদি বাংলাদেশ জিতে যায় কিংবা ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায় বৃষ্টির জন্য তবে দ্বিতীয় রাউন্ডে খেলার টিকিট পেয়ে যাবে টাইগাররা। তখন বাংলাদেশ দল চলে যাবে কলকাতায়। দ্বিতীয় রাউন্ডে প্রথম ম্যাচ কলকাতায়, ১৬ মার্চ, পাকিস্তানের বিরুদ্ধে। তাই চেন্নাইয়ে পরীক্ষা দিয়ে ম্যাচের আগেই কলকাতায় দলের সঙ্গে যোগ দেবেন তাসকিন।
উল্লেখ্য, প্রথম ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৮ রানে জয় পায়। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। ‘এ’ গ্রুপ থেকে ইতোমধ্যেই দ্বিতীয় রাউন্ড খেলার স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের। তবে ওমানের সম্ভাবনা এখনো জিইয়ে রয়েছে। বাংলাদেশের মতো ওমানও প্রথম ম্যাচে আইরিশদের হারিয়ে দেয়। কিন্তু ডাচদের বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচটিতে মাঠে গড়ায়নি কোনো বল। বাংলাদেশের সমান তিন পয়েন্ট তাদেরও। তবে নেট রানরেটে মাশরাফিদের চেয়ে পিছিয়ে রয়েছে ওমান।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ ২০১৬/ এস আহমেদ