ভারতের বিপক্ষে রাজকোট টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ এক সেঞ্চুরি পেয়েছেন অ্যালিস্টার কুক। আর এই সেঞ্চুরির সুবাদে ভারতের মাটিতে সেঞ্চুরি পাওয়া বিদেশি ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন এই ইংলিশ অধিনায়ক।
রবিবার রাজকোটে সেঞ্চুরির পর ভারতের মাটিতে পাঁচটা টেস্ট সেঞ্চুরি হয়ে গেছে কুকের। এর আগে ক্যারিবীয় কিংবদন্তি স্যার এভারটন ডিকার্সি উইকস, ক্লাইভ লয়েড এবং প্রোটিয়া ওপেনার হাশিম আমলা ভারতে চারটি করে সেঞ্চুরি করলেও পাঁচের ঘরে প্রথম অ্যালিস্টার কুক।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর, ২০১৬/মাহবুব