বিশ্বকাপ বাছাইপর্বে ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে লাটভিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। অন্য দুই গোলদাতা ব্রুনো আলভেস ও উইলিয়াম।
সাও জোয়াও দা ভেন্দায় রবিবার রাতে ২৮তম মিনিটে এগিয়ে যায় ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা। ডি বক্সের মধ্যে নানি ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। রোনালদোর স্পটকিকে বলে হাত লাগিয়েছিলেন গোলরক্ষক, কিন্তু রুখতে পারেননি। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করার মতো পজিশনে বল পেয়েও দুর্বল শট নেন রোনালদো। ৫৮তম মিনিটে ডি বক্সে আন্দ্রে গোমেস ফাউলের শিকার হলে ফের পেনাল্টি পায় পর্তুগাল; কিন্তু এবার পোস্টে বল মেরে সুযোগ নষ্ট করেন তিনবারের বর্ষসেরা ফুটবলার।
৬৭তম মিনিটে মিডফিল্ডার আর্তুর্স জিউজিন্স নীচু জোরালো শটে পোস্ট ঘেষে বল জালে পাঠালে সমতায় ফেরে ফিফা র্যাংকিংয়ে ১১৬তম দলটি। দুই মিনিট পরেই অবশ্য কাছ থেকে হেডে ফের স্বাগতিকদের এগিয়ে দেন উইলিয়াম। স্পোর্তিংয়ের এই ডিফেন্সিভ মিডফিল্ডারের আন্তর্জাতিক ফুটবলে এটাই প্রথম গোল।
৮৫তম মিনিটে রিকার্দো কারেসমার ক্রস ছয় গজ বক্সের ডান দিকে পেয়ে দারুণ ভলিতে জয় নিশ্চিত করেন রোনালদো।
যোগ করা সময়ের শেষ দিকে রাফায়েল গুয়েরেইরোর ক্রসে হেড করে স্কোরশিটে নাম লেখান ব্রনো আলভেস।
বাছাইপর্বে এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থান ধরে রাখলো রোনালদোরা। গ্রুপের অন্য ম্যাচে শীর্ষে থাকা সুইজারল্যান্ড ২-০ গোলে হারিয়েছে ফারো আইল্যান্ডসকে। টানা চার জয়ে সুইসদের পয়েন্ট ১২।
বিডি প্রতিদিন/ ১৪ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৩