ইনজুরির কারণে ৬ মাস মাঠের বাইরে থাকতে হবে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন। যদিও প্রথমে প্রোটিয়ারা ভুলেও ভাবেনি এতটা লম্বা সময় ধরে দলের সেরা তারকাকে পাবে না। তবে কাঁধে সফল অস্ত্রোপচারের পর জানা যায়, তাকে ৬ মাস মাঠের বাইরেই থাকতে হবে।
দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মদ মোসাজি বলেন, ‘স্টেইনের কাঁধে সফল অস্ত্রোপচার হয়েছে। ডান হাত যেখানে ভেঙেছিল, সেটি স্ক্রু দিয়ে জোড়া লাগানো হয়েছে। ফলে পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে তার ছয় মাস সময় লেগে যাবে। পুরোপুরি সুস্থ হয়েই মাঠে নামবে সে।’
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে ১৭৭ রানে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ওই টেস্টের প্রথম ইনিংসে ১২.৪ ওভার বল করার পর ইনজুরিতে পড়েন স্টেইন। তবে ওই দিন তিনটি মেডেনসহ ৩১ রান দিয়ে একটি উইকেট লাভ করেছিলেন তিনি।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৬/মাহবুব