বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগের তিনটি আসরের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা। এর মধ্যে ঢাকার হয়ে দুটি। অন্যটি গতবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। তবে চতুর্থ আসরে এখনও ঠিক গতিপথ খুঁজে পাচ্ছে না তার দল। প্রথম তিন ম্যাচে হেরে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে কুমিল্লা। অথচ গড়পড়তার দল গড়ে গতবার চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। দারুণ দল গড়েও এখনও জয়ের দেখা পাচ্ছে না তারা। আজ তাদের প্রতিপক্ষ কাগজে-কলমে তারকাবহুল দল সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
এবারের আসরের উদ্বোধনী ম্যাচে চিটাগং ভাইকিংসের কাছে হার দিয়ে শুরু, এরপর হেরেছে বরিশাল বুলসের কাছে। সর্বশেষ গতকাল রাতে হেরেছে খুলনা টাইটান্সের কাছে। তবে আশার কথা হলো, এখান থেকেও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন মাশরাফি। আর মাশরাফি বলেই এখনও যথেষ্ট সম্ভাবনা রয়েছে কুমিল্লার।
এদিকে ৩ ম্যাচের মধ্যে ২টি জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে ঢাকা ডায়নামাইটস। দলীয় পারফরম্যান্সের এক দারুণ দৃষ্টান্ত দেখিয়ে চলেছে দলটি। ঢাকার বড়ো শক্তি দলে অনেকজন ম্যাচ উইনার আছেন। সাঙ্গাকারা, ব্রাভো, বোপারার সঙ্গে অধিনায়ক সাকিব, নাসির, তরুণ তুর্কি মোসাদ্দেক, সানজামুল- যে কেউই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৬/মাহবুব