জিম্বাবুয়ে সফরের দল ছেঁটে ফেলা হল ডারেন ব্র্যাভোকে৷ বোর্ডকর্তাদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের কারণে তাকে দলের বাইরে চলে যেতে হল। তা পরিবর্তে দলে রাখা হয়েছে জেসন মহম্মদ৷ টুইটারে বোর্ড চেয়ারম্যান ক্যামেরুনের বিরুদ্ধে বিতর্কিত মন্বব্য করেন ব্র্যাভো৷
এক সাক্ষাৎকারে ক্যামেরুন জানান,‘সম্প্রতি ফর্মে নেই ব্র্যাভো৷ তাই তাকে গ্রেড সি-তে নামিয়ে দেওয়া হয়৷ কিন্তু এরপর টুইটারে বিতর্কিত মন্তব্য করে৷ যা অত্যন্ত অপমানজনক৷’ বিতর্কিত টুইট ডিলিট করে বোর্ড চেয়ারম্যানের কাছে ক্ষমা না-চাইলে তার বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি৷
গত সপ্তাহে ব্র্যাভোকে চুক্তি তালিকায় ‘সি’ গ্রেডে রাখা হয়। ক্যামেরন এ প্রসঙ্গে বলেন, "গত দু বছর ধরে খারাপ পারফরমেন্স করা সত্ত্বেও কাউকে যদি ‘এ’ গ্রেডে রেখে দেওয়া যায়, তা হলে সে ভাল খেলার জন্য উদ্বুদ্ধ কখনই হতে পারবে না"
এর জবাবে টুইটারে ব্র্যাভো ক্যামেরনকে উদ্দেশ করে লেখেন, ‘গত চার বছর ধরে আপনি ব্যর্থ। তা হলে আপনি কেন পদত্যাগ করছেন না? আমাকেই বা তা হলে কোন যুক্তিতে ‘এ’ গ্রেড দেওয়া হবে না? ক্যামেরন একটা বড় ইডিয়ট।’ এর পরিপ্রেক্ষিতেই পদক্ষেপ নিয়েছে ক্যারিবিয়ান বোর্ড।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর,২০১৬/তাফসীর-৭