ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে অাট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। সোমবার হারারে স্পোর্টিং ক্লাবে প্রথমে ব্যাট করে লঙ্কানদের বোলিং তোপে ১৫৪ রানে থামে স্বাগতিকদের ইনিংস। জিম্বাবুয়ের পিটার মোর সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন। এছাড়া অধিনায়ক গ্রাহাম ক্রিমার শেষের দিকে ৩১ রান যোগ করেন।
জবাবে ব্যাট করতে নেমে ২৪.৩ ওভারে দুই উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সফরকারী শ্রীলঙ্কা। ওপেনার ধনঞ্জয়া ডি সিলভা ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেন।
বুধবার একই গ্রাউন্ডে পরবর্তী ম্যাচে অপর দল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
বিডি প্রতিদিন/ ১৫ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৭