কোহলি মাত্র ২৫৯ বল খেলে ২০০ করলেন। রবিবার দিনটা যেন বিরাট কোহলির। নিজের পঞ্চম দ্বিশতরান। নাগপুর টেস্টে শনিবার ব্যাট হাতে নেমে কিছুটা কাজ এগিয়ে রেখেছিলেন। আর রবিবার বাকিটা সেরে দ্বিশতরান করলেন বিরাট কোহলি। শেষ পর্যন্ত ২১৩ (২৬৭ বল) রানে আউট হন বিরাট। সেই সঙ্গে তৈরি করলেন এক নতুন রেকর্ড। যাতে টপকে গেলেন তাঁর পূর্বসূরি ভারত অধিনায়কদের।
না, কোন ভারত অধিনায়কের ঝুলিতে এমন বিরাট সাফল্য নেই। এই প্রথম কোন ভারত অধিনায়ক এক বছরে ১০টি আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি পেলেন। ক্যাপ্টেনের নাম বিরাট কোহলি। বিরাট এরই মধ্যে ৫১টি সেঞ্চুরি করেছেন। আর ২০১৭ সালে ইতিমধে টেস্টে চারটি সেঞ্চুরি বিরাটের ঝুলিতে। এছাড়াও এক দিনের ম্যাচে ৬টি সেঞ্চুরি রয়েছে তার।
বিডি প্রতিদিন/এ মজুমদার