ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারস তিনদিন আগে নিয়োগ দিয়েছে স্বঘোষিত স্পেশাল ওয়ান হোসে মরিনহোকে। তার তত্ত্বাবধানে শনিবার প্রথম ম্যাচে মাঠে নেমেছিল টটেনহ্যাম। হতাশ করেননি পর্তুগীজ কোচ। সন হিউং-মিন, লুকাস মোরা ও হ্যারি কেনের গোলে ১০ মাস পর প্রথম অ্যাওয়ে জয় উপহার দিয়েছেন স্পার্স ভক্ত-সমর্থকদের। মজার ব্যাপার হল বরখাস্ত হওয়া কোচ পচেত্তিনোও দায়িত্ব নেওয়ার পর তার প্রথম জয় তুলে নিয়েছিলেন ওয়েস্টহ্যামের বিপক্ষে। তার উত্তরসূরী মরিনহোও সেই ধারা বজায় রাখলেন।
লন্ডন স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিটেই হ্যারি কেন বল জালে জড়িয়ে দিয়েছিলেন। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। ৩৬ মিনিটের মাথায় লিড নেয় মরিনহোর শিষ্যরা। এ সময় দলটির দক্ষিণ কোরিয়ান ফুটবলার সন হিউং-মিন গোল করে এগিয়ে নেন দলকে। যা মরিনহোর আমলে তার প্রথম গোল। আর সব ধরনের প্রতিযোগিতায় ছয় ম্যাচে তার ষষ্ঠ গোল। বিরতিতে যাওয়ার দুই মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করে টটেনহ্যাম। এ সময় দেলে আলী বল বাড়িয়ে দেন সনকে। তিনি ক্রসে বল বাড়িয়ে দেন লুকাস মোরাকে। আর মোরা বল জালে জড়ান।
বিরতি থেকে ফিরে আসার তিন মিনিটের মাথায় ব্যবধান ৩-০ করে ফেলে স্পার্সরা। এ সময় সার্জি আউরিয়ের ক্রসে হেড দিয়ে বল জালে জড়ান হ্যারি কেন। অবশ্য ৭৩ মিনিটে এবং যোগ করা সময়ে (৯০+৬) দুটি গোল শোধ দিয়েছিল ওয়েস্টহ্যাম। কিন্তু সেটা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
১৩ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম অবস্থান নিয়েছে নবম স্থানে। সমান ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে ওয়েস্টহ্যাম রয়েছে ১৬তম অবস্থানে।
বিডি প্রতিদিন/কালাম