ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেয়েছে উনাই এমেরির আর্সেনাল। সাউথ্যাম্পটনের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে গানাররা। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে মাঠে নেমেই গোল হজম করে আর্সেনাল।
ড্যানি ইনসের অষ্টম মিনিটের গোলে লিড নেয় সাউথ্যাম্পটন। অতিথিদের লিড অবশ্য বেশিক্ষণ থাকেনি। ১৮ মিনিটের মাথায় আলেক্সান্ডার লাকাজেতের গোলে সমতায় ফেরে স্বাগতিক আর্সেনাল।
৭১ মিনিটে জেমস ওয়ার্ডের গোলে আবারও এগিয়ে যায় সাউথ্যাম্পটন। যোগ করা অতিরিক্ত ষষ্ঠ মিনিটে লাকাজেতে আবারও গোল করে দলকে সমতায় ফেরান। শেষ সময়ের গোলে কোনোমতে হার এড়ায় আর্সেনাল।
১৩ ম্যাচে চার জয় পাওয়া আর্সেনালের সংগ্রহ ১৮ পয়েন্ট, অবস্থান সাত নম্বরে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ