আন্তর্জাতিক বিরতির পর জুভেন্টাসের প্রথম ম্যাচে মাঠে নামেননি ক্রিস্টিয়ানো রোনালদো। হাঁটুর সমস্যায় ভুগছেন এই ফুটবল তারকা। তবে পর্তুগিজ উইঙ্গারের পরিবর্তে আক্রমণের দায়িত্বটা সামলে তুরিনের বুড়িদের জয় এনে দিয়েছেন দুই আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েন ও পাওলো দিবালা।
আটলান্টার মাঠে পিছিয়ে পড়েও হিগুয়েনের জোড়া গোলে ৩-১ ব্যবধানে জিতে সিরি’আ লিগের চলতি মৌসুমে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে মাউরিসিও সারির শিষ্যরা।
শনিবার ম্যাচের শুরু থেকে সমানতালে লড়ে যায় দু’দল। তবে প্রথমার্ধে দু’দলের কেউই গোলের দেখা পায়নি। বিরতি থেকে ফিরে ঘরের দর্শকদের উল্লাসে ভাসান রবিন গোসেনস। বারোর পাস থেকে আটলান্টাকে এগিয়ে দেন এই জার্মান ডিফেন্ডার। পিছিয়ে পড়ে আক্রমণে ধার বাড়ায় জুভেন্টাস। ৭৪ মিনিটে মিরালেম পিয়ানিচের পাস থেকে জুভদের সমতায় ফেরান হিগুয়েন। এরপর ৮২ মিনিটে জুভেন্টাসে ব্যবধান দ্বিগুণ করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। যোগ করা সময়ে আটলান্টার জালে শেষ বলটি জড়িয়ে দেন দিবালা।
জুভেন্টাস এই জয়ে ১৩ ম্যাচে ১১ জয় ও ২ ড্রয়ে ৩৭ পয়েন্ট সিরি’আ লিগের শীর্ষস্থানটা ধরে রেখেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ