কলকাতার ইডেনের ২২ গজে গোলাপি ইতিহাস গড়ে ফেলল ভারতীয় ক্রিকেট দল। ভারতের মাটিতে খেলা প্রথম টেস্টেই এক ইনিংস ও ৪৬ রানে জিতল ভারতীয় দল। একই সঙ্গে দ্বিতীয় ইনিংসে পাঁচ বাংলাদেশি ব্যাটসম্যানের উইকেট একাই তুলে নিলেন উমেশ যাদব।
দিবা-রাত্রির টেস্টের তৃতীয় দিনের শুরুতেই ফিরে গেছেন এবাদত হোসেন। আজ রবিবার ভারতের বিপক্ষে ইনিংস পরাজয় এড়াতে মাঠে নামে বাংলাদেশ। পরাজয় এড়াতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দিনের গোড়াপত্তন করেন আগের দিনে ৫৯ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম ও নতুন ব্যাটসম্যান এবাদত হোসেন।
কোনো রান যোগ না করেই উমেশ যাদবের শিকার হন এবাদত। এরপর উমেশের বোলিং তান্ডবে ৩৯ ওভার ৩ বলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ উঠিয়ে বিদায় নেন মুশফিকুর রহিমও। মুশফিকের পর ব্যক্তিগত ২১ রান করে উমেশের বলে আউট হয়ে ইনিং শেষ করেন আল-আমিন হোসেন।
বিডি-প্রতিদিন/শফিক