ইন্দোর টেস্টের পর ইডেন টেস্টেও ইনিংস পরাজয়ের লজ্জায় ডুবতে হলো টিম বাংলাদেশ। ঐতিহাসিক গোলাপি টেস্টে তৃতীয় দিনে এসে ইনিংস ও ৪৬ রানে হেরেছে মুমিনুল হকরা।
এই নিয়ে রেকর্ড টানা চার টেস্টে ইনিংস ব্যবধানে জিতল ভারত পাশাপাশি প্রথমবারের মতো টানা ৭ টেস্টে জয় পেলো। এছাড়া ভারতের পেসাররাই প্রতিপক্ষের ২০ উইকেট নিয়েছে। যা আগে কখনো ঘটেনি।
এরই মাঝে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল গড়লেন লজ্জার এক রেকর্ড। গোলাটি বলে প্রথম ইনিংসে উমেশ যাদবের বলে তার ক্যাচ দ্বিতীয় স্লিপে থাকা রোহিত শর্মা অবিশ্বাস্য দক্ষতায় ডানদিকে ঝাঁপিয়ে ধরেছিলেন। সাত বল খেলে ফিরতে হয়েছিল শূন্য রানে। দ্বিতীয় ইনিংসে খেলেছেন ছয় বল এবং এবারেও রানের খাতা খুলতে পারেননি। তার আগেই ইশান্ত শর্মার বলে উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে টাইগার অধিনায়ককে।
ভারতীয় দলের বিরুদ্ধে তিনিই হলেন প্রথম বিপক্ষ ক্যাপ্টেন, যিনি টেস্টের দুই ইনিংসে শূন্য করলেন। একইসঙ্গে গোলাপি বলের টেস্টে বাংলাদেশের প্রথম ক্রিকেটার যিনি দুই ইনিংসেই ফিরলেন রান না করে। শুধু ক্রিকেটার নন, তিনি বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবেও এই লজ্জার রেকর্ডে জড়িয়ে গেলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ