সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে টাইগারদের মধ্যে ভালো কিছু করার কোনো ভাবনাই দেখা যায়নি বলে মন্তব্য করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। তিনি বলেন, খারাপ লাগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য। ক্রিকেটের প্রতি তাদের আবেগ প্রবল। কিন্তু দলের কাছ থেকে কতটা প্রতিদান পাচ্ছে তারা?
মুরালি কার্তিকের সঙ্গে রবিবার টিভি দর্শকদের জন্য পিচ রিপোর্ট করতে নেমেছিলেন সুনীল গাভাস্কার। তবে তাদের কথোপকথনে পিচ নিয়ে কথা প্রায় থাকলই না। গাভাস্কার তো রাখঢাক না রেখেই বললেন, “পিচ নিয়ে বলার কিছু আসলে নেই। পিচ কেমন করবে, তাতে যায়-আসে সামান্যই। এই বাংলাদেশ দল ‘অর্ডিনারি’, তাদের নিবেদন ‘অর্ডিনারি’, টেকনিক ‘অর্ডিনারি।’ পিচ যেমনই থাকুক, ম্যাচ আজকে শেষ হয়ে যাবে দ্রুতই।”
হলোও তাই, ৪ উইকেট নিয়ে গতকালের ১৫২ রানের সঙ্গে এদিন ৪৩ রান যোগ হতেই শেষ বাংলাদেশের ইনিংস। আর এতেই ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট এক ইনিংস আর ৪৬ রানে জিতে গেল ভারত।
টাইগারদের সমালোচনা করলেও গাভাস্কর অবশ্য বাংলাদেশের ক্রিকেট পাগল দর্শকদের জন্য সহানুভূতিও জানাতে ভুলেননি। এরপর তিনি বলেন, খারাপ লাগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য। ক্রিকেটের প্রতি তাদের আবেগ প্রবল। কিন্তু দলের কাছ থেকে কতটা প্রতিদান পাচ্ছে তারা? এই দুই টেস্টে কোনো নিবেদন দেখা গেল না ক্রিকেটারদের! ভালো কিছু করার কোনো ভাবনাই দেখা যায়নি তাদের মাঝে!'
বিডি-প্রতিদিন/মাহবুব