কলকাতার দিবা-রাত্রির টেস্টের তৃতীয় দিনের শুরুতে আজ রবিবার প্রথম সেশনে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে বাংলাদেশের বাকি তিন উইকেট তুলে নিয়ে ইনিংস জয় নিশ্চিত করে কোহলি ব্রিগেড। ৪৩ রানে বাংলাদেশের বাকি ৩ উইকেট তুলে নিয়ে ইনিংস ও ৪৬ রানে ঐতিহাসিক ইডেন টেস্টে নিজেদের করে নেয় ভারত।
গতকাল শনিবার দ্বিতীয় ইনিংসের প্রথম থেকেও সেই নড়বড়ে দেখায় বাংলাদেশ টিমকে। মাত্র শূন্য রান করে প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার শাদমান ইসলাম। আর এক ওপেনার ইমরুল কায়েসও মাত্র ৫ রান করে আউট হয়ে যান। ইশান্ত শর্মার বলে প্যাভিলিয়নে ফেরেন কায়েস।
কায়েসের ক্যাচটি লুফে নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এক কথায় তাক লাগানো একটি ক্যাচ ছিল সেটি। দুর্দান্ত ডাইভ দিয়ে স্লিপ পজিশনে কায়েসের ক্যাচটি হস্তগত করেন বিরাট। কিন্তু কায়েসের ক্যাচ লোফার পর এমনই অঙ্গভঙ্গিমা করলেন বিরাট, যাতে মনে হচ্ছে ব্যাটসম্যান কায়েসকে যেন আরও কিছুক্ষণ ক্রিজে রাখতে চাইছিলেন তিনি।
এই বিরাটই ম্যাচের শুরুতে বলেছিলেন, 'বল মনে হচ্ছে একটু আগেই ফিল্ডারের কাছে চলে আসছে।' তবে কাছে এলেও, তিনি যে বিরাট ফিল্ডারও সে কথা আরও একবার প্রমাণ করে দিলেন কোহলি। শুধু কায়েসের উইকেটটিই নয়। ইশান্ত শর্মারই বলে দুরন্ত ক্যাচ লুফে মেহেদি হাসান মিরাজকেও আউট করেন ভারতীয় অধিনায়ক।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ