পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চার উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে হারের পাশাপাশি জরিমানাও গুণলেন মাহমুদুল্লাহ রিয়াদরা। স্লো ওভার রেটের কারণ এই শাস্তি পেল পুরো দল।
শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দু’দল। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ও ৪ বল বাকি থাকতে ১৩২ করে জয় নিশ্চিত করে পাকিস্তান।
সেই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় আইসিসির নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের প্রত্যেককে ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হয়।
ম্যাচ শেষে অবশ্য বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ ম্যাচ রেফারি নাইমুর রশিদের কাছে ভুল স্বীকার করেছেন। তাই আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন