পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ শনিবার নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০৮ রান তুলেছে বাংলাদেশ। যা গত ম্যাচের চেয়েও কম। গতকাল প্রথম ম্যাচে তারা ১২৭ রান তুলেছিল। আজকের ম্যাচের পিচ গতকালের চেয়েও কঠিন। রান করাই এখানে দুস্কর। আর বাংলাদেশি ব্যাটাররা তো একের পর এক ডট বল দিয়ে পাকিস্তানি বোলারদের কাজটা আরও কমিয়ে দিয়েছেন!
২০ ওভারের ম্যাচে আজ প্রায় ১০ ওভার ডট পেয়েছেন পাকিস্তানের বোলাররা। আরও পরিস্কার করে বললে, ইনিংসের ৫৭টি বলে কোনো রানই নিতে পারেনি মাহমুদউল্লাহ বাহিনী। ১০৮ রান এসেছে ৬৩ বলে! টি-টোয়েন্টি এমনিতেই মারমার কাটকাট ফরম্যাট। উইকেট কঠিন হলে সিঙ্গেল নিয়ে রানের চাকা সচল রাখেন বড় দলের ব্যাটররা। অথচ বাংলাদেশি ব্যাটারদের মাঝে সিঙ্গেল-ডাবলস নেওয়ার কোনো আগ্রহই দেখা যায় না।
পাকিস্তানি বোলারদের মাঝে আজ সবচেয়ে বেশি ১৪টি ডট দিয়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। ৪ ওভারে মাত্র ১৫ রানে তিনি ২টি উইকেটও নিয়েছেন। এছাড়া মোহাম্মদ ওয়াসিম ১২টি, শাদাব খান ১০টি, মোহাম্মদ নওয়াজ ৯টি, হারিস রউফ ৮টি এবং শোয়েব মালিক ৪টি বল ডট দিয়েছেন। মোট ৬জন বোলারকে আজ ব্যবহার করেছেন অধিনায়ক বাবর আজম। আফিফের থেকে ইনিংসের একটিমাত্র ছক্কা হজম করেছেন শাহিন আফ্রিদি।
বিডি প্রতিদিন/আরাফাত