শেফিল্ড শিল্ডের ম্যাচে যে কাণ্ড ঘটিয়ে নির্বাসিত হতে হয়েছিল অজি পেসার জেমস প্যাটিনসনকে, বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ঠিক সেই ঘটনার পুনরাবৃত্তি করলেন শাহিন আফ্রিদি। এক্ষেত্রে দেখার যে, প্যাটিনসনের মতো আফ্রিদিকেও শাস্তি পেতে হয় কি না।
ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে বল করার পর ফলো থ্রুয়ে বল ধরে সোজা ব্যাটারকে ছুঁড়ে মারেন আফ্রিদি। বলের আঘাতে যন্ত্রণাকাতর আফিফ হোসেন তত্ক্ষণাৎ লুটিয়ে পড়েন মাটিতে।
ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে (২.২ ওভার) আফ্রিদিকে ছক্কা মারেন আফিফ হোসেন। পরের বল (২.৩ ওভার) তিনি ডিফেন্স করেন। বল গড়িয়ে যায় আফ্রিদির দিকে। আফ্রিদি বল ধরেই স্টাম্পে ছুঁড়ে মারেন। আফিফ দিব্যি দাঁড়িয়েছিলেন ক্রিজে। রান নেওয়ার কোনো চেষ্টাই করেননি তিনি। তা সত্ত্বেও আফ্রিদি সজোরে বল ছোঁড়েন।
বল গিয়ে লাগে আফিফের পায়ের পেছন দিকে। তিনি সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান। আফ্রিদিসহ পাক ক্রিকেটাররা আফিফের কাছে গিয়ে চোট গুরুতর কি না খোঁজ নেন বটে, তবে শাহিনের এমন আচরণ ক্রিকেটের স্পিরিটবিরোধী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আফ্রিদি ব্যাটসম্যানের কাছে ক্ষমা চেয়ে নিলেও আইসিসি বিষয়টিকে কীভাবে বিবেচনা করে, সেটাই এখন দেখার।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ