টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি ভারত। নিউজিল্যান্ড খেলেছে ফাইনাল। দুই দল এখন ভারতের মাটিতে টি-২০ সিরিজ খেলছে। তবে বিরাট কোহলি খেলছেন না সিরিজ।
এই সুযোগে টি-২০ ক্রিকেটের সবচেয়ে বেশি রানের রেকর্ড নিজের করে নিয়েছেন নিউজিল্যান্ডের ড্যাসিং ওপেনার মার্টিন গাপটিল।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এখন তার রান সবচেয়ে বেশি। সিরিজের দ্বিতীয় ম্যাচে রেকর্ডটি নিজের করে নেন। কোহলিকে টপকাতে দরকার ছিল ১১ রান। তিনি ম্যাচে রান করেন ১৫ বলে ৩১। গাপটিলের রান এখন ১১১ ম্যাচের ১০৭ ইনিংসে ৩২৪৮। কোহলির রান ৯৫ ম্যাচের ৮৭ ইনিংসে ৩২২৭। টি-২০ ক্রিকেটে আরও এক ক্রিকেটার ৩ হাজারের ওপর রান করেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ