টি-টোয়েন্টি ক্রিকেটে মোট রানে না পারলেও অর্ধ-শতরানে বিরাট কোহলিকে টপকে গেলেন রোহিত শর্মা। এছাড়া ছক্কার মাইলফলকে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের পাশে বসে পড়লেন তিনি।
রবিবার ইডেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৩১ বলে ৫৬ রান করেন রোহিত। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এটি রোহিতের ৩০তম অর্ধ-শতরান।
তিনি ১১৯টি ম্যাচে এই রেকর্ড করলেন। কোহলি অবশ্য অনেক কম ম্যাচ খেলেছেন। তার ২৯টি অর্ধশতরান এসেছে ৯৫টি ম্যাচে।
এই তালিকায় রোহিত, কোহলির পরে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। তার ২৫টি অর্ধশতরান রয়েছে। এরপর রয়েছেন ডেভিড ওয়ার্নার (২২) ও গাপটিল (২১)।
রবিবার রোহিতের ইনিংসে ৩টি ছয় রয়েছে। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ১৫০টি ছয় হয় গেল রোহিতের। বিশ্ব ক্রিকেটে এই নজির রয়েছে শুধু গাপটিলের। নিউজিল্যান্ডের এই ব্যাটারের ১৬১টি ছয় রয়েছে।
টি-টোয়েন্টি আন্তর্জাতিকে রোহিত-গাপটিলের পর ১০০-র উপর ছক্কা আছে ক্রিস গেইল (১২৪), অইন মর্গ্যান (১১৯), অ্যারন ফিঞ্চ (১১৩), এভিন লুইস (১১০) ও কলিন মুনরোর (১০৭)।
বিডি প্রতিদিন/এমআই