তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। তবে শেষ ওভারে উত্তেজনা ছড়িয়ে জেতার সম্ভাবনা জাগিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ২০তম ওভারে তিনি ৩টি উইকেট নেন। এই ওভারে পরপর দুই বলে সারফ্রাজ ও হায়দার আলিকে আউট করেন তিনি। এর এক বল পর ইফতেখার আহমেদও আউট করেন বাংলাদেশ দলের অধিনায়ক।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রিয়াদ। ব্যাট হাতে কেবল উল্লেখযোগ্য ৪৭ রানের ইনিংস খেলেন নাঈম শেখ। তার ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে মাত্র ১২৪ রান সংগ্রহ করে টাইগাররা। হোয়াইটওয়াশ করার জন্য সহজ লক্ষ্যই পায় পাকিস্তান। জবাবে মাঠে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৭ রান করে পাকিস্তান।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ