আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ভাস্কর্য উন্মোচন করেছে নাপোলি ফুটবল টিম। বার্সেলোনা ছাড়ার পর ১৯৮৪ সালে থেকে ১৯৯১ পর্যন্ত নাপোলির হয়ে খেলেছিলেন ম্যারাডোনা।
ম্যারাডোনার জন্মদিন আজ রবিবার। ১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্টিনায় জন্ম হয়েছিল ফুটবল কিংবিদন্তির। প্রিয় ফুটবলারের জন্মদিন উদযাপনের অংশ হিসেবে নাপোলিতে ভাস্কর্য উন্মোচন করা হয়। বেঁচে থাকলে আজ ম্যারাডোনার বয়স হতো ৬২ বছর।
বাম পায়ের কারিকুরিতে অনেক বড় বড় ট্রফি জিতেছেন ম্যারাডোনা। তাই তার ভাস্কর্যের বাম পাটি সোনালিই রঙেই রাঙানো হয়েছে।
আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৫ নভেম্বর ম্যারাডোনা মারা যান। তাকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়।