টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক নম্বরে উঠে এলেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। পাকিস্তানের মোহম্মদ রিজওয়ানকে সরিয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে উঠে এলেন তিনি। বুধবার টি-টোয়েন্টির হালনাগাদ তথ্য প্রকাশ করে আইসিসি।
বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেছিলেন সূর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও ৬৮ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন তিনি। অসাধারণ ব্যাটিংয়ের ফলেই র্যাংকিংয়ে দুই ধাপ উপরে উঠে এলেন সূর্য।
আইসিসির সর্বশেষ র্যাংকিংয়ে তিন নম্বরে নেমে গিয়েছিলেন সূর্য। পরপর দুই ম্যাচে ভালো ইনিংস খেলে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠে এলেন তিনি।
এছাড়া দুই নম্বরে আছেন মোহম্মদ রিজওয়ান, তিনে ডেভন কনওয়ে, চারে বাবর আজম ও পাঁচ নম্বরে আছেন এইডেন মার্করাম।
বিডি প্রতিদিন/এমআই