টিম ইন্ডিয়ার টি-২০ বিশ্বকাপ অভিযানের মাঝে শনিবার (৫ নভেম্বর) ৩৪ বছরে পা দিলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তার জন্মদিনে দেখে নেওয়া যাক ইতোমধ্যেই কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কোন পাঁচটি দুর্দান্ত রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট।
১. দেশের বাইরে কোনও একটি দেশে সব থেকে বেশি আন্তর্জাতিক রান করা ভারতীয় ক্রিকেটারদের তালিকায় শচীনকে টপকে এক নম্বরে উঠে আসেন কোহলি। চলতি টি-২০ বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করার পর অস্ট্রেলিয়ায় তিন ফরম্যাট মিলিয়ে বিরাটের কোহলির আন্তর্জাতিক রান সংখ্যা দাঁড়ায় ৩৩৫০। শচীন অস্ট্রেলিয়ায় সব ফরম্যাট মিলিয়ে ৩৩০০ রান সংগ্রহ করেন।
২. একদিনের আন্তর্জাতিক ম্যাচে দেশের বাইরে সব থেকে বেশি রান করা ভারতীয় ক্রিকেটারদের তালিকাতেও টেন্ডুলকারকে টপকে এক নম্বরে উঠে আসেন বিরাট কোহলি। গত দক্ষিণ আফ্রিকা সফরেই শচীনের থেকে এই রেকর্ড ছিনিয়ে নেন বিরাট কোহলি। শচীন দেশের বাইরে ১৪৭টি ওয়ান ডে ম্যাচে ৫০৬৫ রান সংগ্রহ করেন। কোহলি দেশের বাইরে ১১২টি ওয়ান ডে ম্যাচে ৫২০৬ রান সংগ্রহ করেছেন।
৩. চলতি টি-২০ বিশ্বকাপের আসরেই শচীনের থেকে সীমিত ওভারের আইসিসি ইভেন্টে সব থেকে বেশি বার ৫০ রানের গণ্ডি টপকানোর রেকর্ড ছিনিয়ে নেন বিরাট কোহলি। টেন্ডুলকার ওয়ান ডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে মোট ২৩বার ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকান। কোহলি ওয়ান ডে বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে এখন পর্যন্ত মোট ২৬বার ৫০ রানের গণ্ডি টপকেছেন।
৪. ২০২০-২১ মৌসুমের অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলি শচীনকে টপকে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। শচীন ৩০০টি ইনিংসে এমন কৃতিত্ব অর্জন করেছিলেন। কোহলি ১২ হাজার রানে পৌঁছতে খরচ করেন ২৪২টি ইনিংস।
৫. গত এশিয়া কাপের আসরেই শচীন টেন্ডুলকারের কাছ থেকে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২৪ হাজার রান করার রেকর্ড ছিনিয়ে নেন বিরাট কোহলি। তিনি মাইলস্টোনে পৌঁছতে ৫২২টি ইনিংস খরচ করেন। শচীন সব ফরম্যাটে মিলিয়ে ২৪ হাজার আন্তর্জাতিক রান করেছিলেন ৫৪৩টি ইনিংসে।
বিডি প্রতিদিন/কালাম