মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

রিচার্ড রওলিংস

রিচার্ড রওলিংস

১৯৬৯ সালের ৩০ মার্চ জন্ম নেওয়া এই মুখটিকে সবাই চেনে রিচার্ড রওলিংস নামে। টেক্সাসের ফোর্থ ওয়ার্থে বেড়ে ওঠা রওলিংস পেশায় একজন এনট্রেপ্রেনার ও যন্ত্রবিদ। তবে প্রচণ্ড ভালোমানের রেসার হিসেবে পরিচিত মানুষটিকে একজন সফল টিভি ব্যক্তিত্ব বললেও খুব একটা ভুল হয় না। ডিসকভারির সঙ্গে রওলিংস যুক্ত তার ফাস্ট এন লাউডে টিভি শোটির মাধ্যমে, যেখানে প্রতি এপিসোডপিছু তার পেছনে চ্যানেলকে গুনতে হয় ৫০ হাজার ইউএস ডলার। গামবল ৩ হাজার রেলির প্রথম স্থান অর্জন করা রওলিং ২০১৩ সাল পর্যন্ত ক্যানোনবল রানে সবচেয়ে কম সময়ে শেষ করা রেসার ছিলেন। এত কিছু বাদেও রওলিংসের আরেকটি পরিচয় হচ্ছে তিনি গ্যাস মাংকি গ্যারেজ ও মাংকি বার এন গ্রিল মিউজিক ভেন্যুর মালিক। ২০১৪ ও ২০১৫ সালে রওলিংকে দেখা গেছে ডজ ভিহিকলসেস হয়ে টেলিভিশনের বিজ্ঞাপনে অংশ নিতে। তার করা ফাস্ট এন লাউড বর্তমানে ডিসকভারির অত্যন্ত পরিচিত একটি শো বলে খ্যাত, যার প্রথম থেকেই রওলিংসয়ের সঙ্গে আছেন। বর্তমানে শোটির পঞ্চম সিজন চলছে।

 

 

সর্বশেষ খবর