শনিবার, ১০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
অন্যরকম

চাঁদাবাজ মমতা!

না, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা নন। তার নাম অনন্যা বিশ্বাস। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেজে চালাচ্ছিলেন চাঁদাবাজি। মুখ্যমন্ত্রীর দাপট দেখিয়ে চাঁদাবাজি করে অবশ্য পরিণাম সুখকর হয়নি। শেষ পর্যন্ত তিনি ধরা পড়েন পুলিশের হাতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয় দিয়ে মোবাইল ফোনে চাঁদা দাবি করতেন অনন্যা বিশ্বাস। দক্ষিণ চব্বিশ পরগনার জেলার খরদহ আবাসিক এলাকার বাসিন্দা অনন্যা। ব্যারাকপুরের জেলা প্রশাসক (গোয়েন্দা বিভাগ) সি সুধাকর সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রীর কণ্ঠ নকল করে জেলার তৃণমূল কংগ্রেসের দুই জ্যেষ্ঠ নেতার কাছে নগদ টাকা দাবি করায় তাকে আটক করা হয়। টাটাগড় পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা প্রশান্ত চৌধুরীকে ফোন দিয়ে অনন্যা বলেন, ‘দিদি বলছি, সমাজকল্যাণমূলক কাজের জন্য মোবাইলে ৫ লাখ টাকা পাঠাবেন (রিচার্জ করে)।’ প্রশান্তর বিষয়টি সন্দেহ হলে তিনি ফোনকল রেকর্ডসহ পুলিশকে জানান। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশান্তের কাছ থেকে অনন্যার নম্বর সংগ্রহ করে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে আটক করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর