সরকারি অনুমতি সাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে গত ১২ জুলাই থেকে সিলেটসহ সারা দেশে কওমি মাদরাসাগুলোর হিফজ বিভাগ ও শুধু হাফিজিয়া মাদরাসার শিক্ষা কার্যক্রম চালু হয়েছে।
তবে শিগগিরই পুরোপুরিভাবে খুলে যেতে পারে মাদরাসাগুলো- পাওয়া গেছে এমন আভাস।
এ ব্যাপারে একটি কমিটি গঠন করে তার মাধ্যমে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। ৩-৪ দিনের মধ্যেই এর ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এদিকে, বৃহস্পতিবার সকাল ১১টায় জরুরি বৈঠকে বসতে যাচ্ছে ক্বওমি মাদরাসার সম্মিলিত শিক্ষা বোর্ড ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’। বৈঠকে করোনা পরিস্থিতি সামনে রেখে মাদরাসা খোলা, কেন্দ্রীয় পরীক্ষা, নতুন বর্ষে ছাত্র ভর্তিসহ নানা বিষয়ে আলোচনা করা হবে। বেশ কয়েকদিন ধরেই মাদরাসা খোলা প্রসঙ্গে কওমি অঙ্গনে বেশ আলোচনা চলছিলো। এরই মাঝে হাইয়ার বৈঠক আহবানকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে।
এর আগে গত ১৩ জুলাই মাদরাসার খোলার ব্যাপারে সরকারের সাথে যোগাযোগ করতে একটি সাব-কমিটি গঠন করা হয়।
এ প্রসঙ্গে সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেন, কওমি মাদরাসার জন্য সু-খবর আসছে। মিশকাত (ডিগ্রি) ও হাইয়্যাতের অধীনে তাকমিল ফিল হাদিস (মাস্টার্স) পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হতে পারে ৩/৪ দিনের মধ্যে। মাদরাসাগুলোর কিতাব বিভাগ খোলার ঘোষণা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, গত ১২ জুলাই থেকে শুধু হিফজ বিভাগ খুললেও করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি সিদ্ধান্ত মোতাবেক দীর্ঘদিন ধরে বন্ধ দেশের সকল কওমি মাদারাসা। ফলে অসংখ্য আলেম কর্মহীন হয়ে পড়েছেন। এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাপক ক্ষতি হয়েছে।
কারণ, কওমি মাদরাসার শিক্ষাবর্ষ শেষ হয় আরবি শাবান মাসে এবং সকল শ্রেণির ফাইনাল পরীক্ষা হয় অনুষ্ঠিত শাবান মাসজুড়ে। এবারে করোনার কারণে দেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কওমি মাদরাসার কোনো শ্রেণিরই ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
তাই স্বাস্থ্যবিধি মেনে অন্যান্য প্রতিষ্ঠানের মত মাদরাসাগুলো খুলে যাক এবং মাদরাসার খোলার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবে বোর্ড কর্তৃপক্ষ- এমনটাই প্রত্যাশা সকলের।
বিডি প্রতিদিন/আরাফাত