পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, ভারতের সঙ্গে পানি বন্টন চুক্তি নিয়ে বিএনপির নেতাদের মুখে কথা মানায় না। বিএনপি নেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দিল্লীতে গিয়ে গঙ্গার পানির কথা বলতে ভুলে গিয়েছিলেন। তাদের নেতারাই আবার তিস্তার পানি নিয়ে কথা বলেন। সরকারের পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলেন। বিএনপির এ নিয়ে কথা বলার অধিকার নেই। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা বিরোধিতার জন্য মানুষকে বিভ্রান্ত করছে।
আজ দিনব্যাপী শরীয়তপুরের নড়িয়ায় বন্যা কবলিত ও নদীর তীর সংরক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শন এবং বন্যার্তদের মাঝে খাবার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানিসম্পদ উপমন্ত্রী একথা বলেন।
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, বিএনপি দেশের কোনো দুর্যোগে পাশে না থেকে জনগণকে বিভ্রান্ত ও দেশ বিরোধী নানা ষড়যন্ত্রে ব্যস্ত থাকে। আর একমাত্র আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল দুর্যোগে মানুষের পাশে থাকে। এ কারণেই আওয়ামী লীগ মানবতার দল ও জননেত্রী শেখ হাসিনা হয়েছেন মানবতার মা। তাই কোনো ষড়যন্ত্রই জননেত্রী শেখ হাসিনাকে দাবিয়ে রাখতে পারবে না। বাংলাদেশের মানুষের আস্থার ঠিকানা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
আওয়ামী লীগ ও উপমন্ত্রীর রতœগর্ভা মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে শাড়ি-লুঙ্গি এবং শুকনো খাবার বিতরণ করা হয়। ১১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নড়িয়ার সুরেশ্বর-ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট-চরমনপুরা সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন ও সখিপুরে নদী ভাঙন কবলিত এবং বন্যার্তদের মাঝে ত্রাণ, ঢেউটিন ও চেক বিতরণ এবং সখিপুরে পল্লী বিদ্যুতের জোনাল অফিসের উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম জুলফিকার হোসেন, এজিএম নাজমুল হোসেন, সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা, ভেদরগঞ্জের ইউএনও তানভীর আল নাসীফ, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, নড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সহসভাপতি ফজলুল হক মাল, বাদশা শেখ, আওয়ামী লীগের সাবেক সহসম্পাদক জহির সিকদার, কাওসার আহমেদ তকি, ইউপি চেয়ারম্যান আব্দুর রব খান, কামরুজ্জামান মানিক সরদার প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন