ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদুল আযহার শুভেচছা জানাতে এলাকাবাসী, জনপ্রতিনিধি ও ইমামদের সাথে মতবিনিময় করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই মতবিনিময় করেন। তিনি পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে সকলকে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থবিধি মেনে চলতে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করতে ইমামদের অনুরোধ করেন। এ সময় তিনি উপস্থিত ইমামগণসহ এলাকাবাসীকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানান।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেন, মানুষকে সচেতন করার জন্য ইমামদের বিশাল ভূমিকা রয়েছে। এই মহামারি করোনাকালীন উপজেলার সমস্ত ইমামগণ মানুষের জানমাল হেফাজত রাখার জন্য দলীয় নেতাকর্মী ও সরকারে সাথে একাত্মতা প্রকাশ করে যে দায়িত্ব পালন করেছেন তা প্রশংসনীয়। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি দুর্যোগে সকল পেশাজীবি মানুষের সরকারের সাথে একাত্ম হয়ে কাজ করা নৈতিক দায়িত্ব।
মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভুঁইয়া জীবন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম, কসবা পৌরমেয়র এমরান উদ্দিন জুয়েল, ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, আড়াইবাড়ী কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা গোলাম সারোয়ার সাইদি, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ। এছাড়াও অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সকল ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার