ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানান শিক্ষার্থীরা।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন ঢাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহদী আল মুহতাসিম নিবিড়। তিনি বলেন, সোমবার সাংবাদিকদের ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। ক্যাম্পাসে গণমাধ্যমকর্মীরা নিরাপদ না থাকলে এটা সবার জন্য অশনি সংকেত। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হামলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।
ভুক্তভোগী সাংবাদিক আফসার মুন্না তার ওপর হামলার ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমি ও আমার বন্ধুরা টিএসসিতে বসে আড্ডা দিচ্ছিলাম। পাশেই তারা ছাত্রদল নেতাকর্মীদের মারধর করছিল। পরে পেশাদারিত্বের কারণে আমি মুঠোফোন বের করতে গেলে ছাত্রলীগের ঢাবি শাখার উপ-প্রচার সম্পাদক মহসিন তালুকদার, এফ রহমান হলের সহ-সভাপতি হোসাইন মাহমুদ আপেল, সুর্যসেন হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শপু আমাকে চড় থাপ্পড় দেয়। এ সময় প্রতিদিনের সংবাদের প্রতিনিধিকেও মারধর করা হয়। আমি হামলাকারীদের স্থায়ী বহিষ্কার ও শাস্তির দাবি জানাচ্ছি।
বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মহিউদ্দীন মাহি বলেন, সাংবাদিকদের ওপর হামলা খুবই লজ্জার। এই ঘটনাই প্রমাণ করে ক্যাম্পাসে কী ধরনের পরিবেশ বিরাজ করছে। সাংবাদিকরা যেখানে নিরাপদ না, সেখানে রাষ্ট্রের সাধারণ মানুষের নিরাপত্তার নিশ্চয়তা কতটুকু? বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিনদিনের আল্টিমেটাম দিয়ে হামলায় জড়িতদের স্থায়ী বহিষ্কারের দাবি জানান এ শিক্ষার্থী।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ডাকসু ভবনের সামনে দিয়ে মধুর ক্যান্টিন হয়ে অপরাজেয় বাংলার সামনে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থী সাংবাদিকদের উপর হামলাকারীদের বহিষ্কার এবং ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তার দাবি স্লোগান দেন।
বিডি-প্রতিদিন/মাহবুব